টেকনাফ

লেদার এম্বুলেন্স ভর্তি ইয়াবা উখিয়ায় আটকের ঘটনায় তোলপাড় শীর্ষক সংবাদের প্রতিবাদ

গত ১আগষ্ট উখিয়া ক্রাইম নিউজ ডটকমসহ বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত“লেদার এম্বুলেন্স ভর্তি ১৫হাজার ইয়াবা উখিয়ায় আটকের ঘটনায় তোলপাড়;গডফাদার অধরা”শীর্ষক সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। যা কতিপয় ব্যক্তি ঈর্ষান্বিত হয়ে স্পশঁকাতর এই বিষয় নিয়ে আমাকে হয়রানি করে স্বার্থ হাসিলের পায়তারা চালিয়ে এসব ভিত্তিহীন সংবাদের আশ্রয় নিয়েছে। লেদা বিজিবি ক্যাম্পের পাশে আমার বসবাস এবং দু‘টি বিওপি ক্যাম্পের মাঝখানেই এমএইচবি ব্রীকফিল্ডের ম্যানেজার হিসেবে আমি বিগত ৫বছর ধরে চাকরী করে জীবিকা নির্বাহ করে আসছি। আপনারা সরেজমিনে তদন্ত করে দেখুন আমি মূলত এসব অপরাধের সাথে আদৌ জড়িত কিনা? প্রকৃত ঘটনা বিশ্লেষনে আপনারা দেখুন লেদায় দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারের জেরধরে দ্বন্দ-সংঘাত চলে আসছে। আর সুযোগ পেলেই এক পক্ষ আরেক পক্ষের উপর হামলা-মামলা চালিয়ে জীবনকে বিষিয়ে তুলছে। কিন্তু এসব কর্মকান্ডের বাইরে থাকা সাধারণ মানুষের বসবাস যেন খুবই কঠিন হয়ে উঠেছে। আমার মত নিরীহ ও সাধারণ মানুষের এই কি পরিণতি তা বোঝানোর মানুষ কেউ নেই। উক্ত ভিত্তিহীন সংবাদ প্রচারের মাধ্যমে আমার কোম্পানীর সুনাম ক্ষুন্ন করে আমাকে চাকরীচ্যুতির অপচেষ্টা চালাচ্ছে বিশেষ একটি মহল। আমাকে ইয়াবা গডফাদার হিসেবে উল্লেখ করা হলেও সরকারী বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে কারা প্রকৃত ইয়াবা গডফাদার তা তদন্ত স্বাপেক্ষে বের করার জন্য আমি বিনীত অনুরোধ করছি। আগামীতে এই জাতীয় ভিত্তিহীন সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার জন্য জাতির বিবেক খ্যাত সাংবাদিক ভাইদের আরো দায়িত্বশীলতা কামনা করছি। আমার ব্যক্তিগত ও সামাজিক মানহানিকর সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আইন প্রয়োগকারী সংস্থাকে বিভ্রান্ত না হওয়ার আহবান জানাচ্ছি।
প্রতিবাদকারী :
মোঃ সেলিম
পিতা-মৃত আব্দুল হাকিম
সাং-পূর্ব লেদা,হ্নীলা,টেকনাফ।

Comment here