টেকনাফসারাদেশ

লেদার তোফাইল ইয়াবা মামলায় আসামী হওয়ার পর ভাই সিন্ডিকেটে আতংক!

বিশেষ প্রতিবেদক:
হ্নীলার লেদায় রাজনীতি ও সমাজ সেবার আড়ালে থেকে ইয়াবা বাণিজ্য নিয়ন্ত্রণকারী তোফাইল পুলিশের ইয়াবা মামলার আসামী হওয়ার পর থেকে খালাত ভাই সিন্ডিকেটে অজানা আতংক ছড়িয়ে পড়ছে। এই সংকট থেকে মুক্ত হতে মোটাংকের মিশন শুরু হলেও শেষ পর্যন্ত কি হতে যাচ্ছে সেই পর্যবেক্ষণে রয়েছে এলাকাবাসী।
গত ৯ অক্টোবর ভোরে টেকনাফ মডেল থানার একদল পুলিশ হ্নীলা পশ্চিম লেদার মৃত আবুল কাশেমের ছেলে আব্দুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে ৬ হাজার ইয়াবাসহ তাকে হাতে-নাতে আটক করে। ইয়াবা ব্যবসায় জড়িত থাকার কারণে উক্ত মামলায় সিন্ডিকেটের অপর সদস্য পূর্ব লেদার কামাল হোছনের পুত্র তোফাইল আহমদ (২৪)সহ ৪জনকে আসামী করা হয়। পুলিশের এই মামলার পর উক্ত এলাকায় মুখোশের আড়ালে থাকা অপরাধীদের মুখোশ প্রকাশ পাওয়ায় জনমনে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তালিকাভূক্ত ইয়াবা গডফাদার পূর্ব লেদার জালাল আহমদের পুত্র ও ইয়াবা মামলার আসামী আবু তাহের ও হাসান মুরাদ কৌশলে তাদের অপতৎপরতা চালিয়ে আসলেও গোপনে সার্বিক সহায়তায় ছিলেন তাদেরই খালাত ভাই পুর্ব লেদার কামালের পুত্র তোফাইল আহমদ। এই তোফাইল ও তার সহযোগীদের ব্যবহার করে আবু তাহের ও হাসান মুরাদ গং পূর্ব লেদা, চুঁরিখাল ও জাদিমোরা ওমরখাল দিয়ে ইয়াবার বড় চালান এনে যানবাহনের যোগানে করে পাচার করত। এই সুবাদেই তোফাইল ও তার পরিবার মনোরম বাড়ি ঘরের মালিক হয়ে যায়। এই রকম একটি বড় চালান পাচারের সময় বালুখালী শাহপরীরদ্বীপ হাইওয়ে পুলিশের হাতে ২লাখ ৫৫হাজার ইয়াবাসহ চালক ও হেলপার আটক হয়। যার নেপথ্য নায়ক ছিল আবু তাহের ও হাসান মুরাদের চাচাত ভাই রঙ্গিখালীর আমির আলী প্রকাশ আই মেম্বারের পুত্র হেলাল উদ্দিন। তারা একেবারে ভেঙ্গে পড়লেও স্থানীয় এক রাজনৈতিক ব্যক্তির পরামর্শে নতুন করে টিকিয়ে থাকার লড়াইয়ে নামে। তাদের এই মাফিয়া জগতে অনেক নাটকীয় পরিবর্তন হলেও রোহিঙ্গা পরিস্থিতির কারণে কৌশল পরিবর্তন করে চোরাচালান অব্যাহত ছিল। এদিকে ইয়াবা জগতে উত্থান,আলিশান বাড়ি-গাড়ির মালিক বনে প্রতিষ্ঠিত হওয়ার পরও স্বরাষ্ট্র- মন্ত্রণালয়ের তালিকাভূক্ত আবু তাহের ও হাসান মুরাদের অপতৎপরতায় খালাত ভাই তোফাইল বাহিনীর কার্যকলাপ স্থানীয়দের মধ্যে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া দেখা দেয়ে বলে অভিযোগ রয়েছে। সর্বশেষ পুলিশী অভিযানে হাতে-নাতে আব্দুর রহমান আটক ও পলাতক আসামীর পর পূর্ব লেদা ও দক্ষিণ-পশ্চিম লেদায় বিরাজমান ইয়াবা গডফাদারদের অপতৎপরতাসহ খালাত ভাই সিন্ডিকেটদের দমনে আইন-শৃংখলা বাহিনীর আরো সর্তক পদক্ষেপ কামনা করেছেন।

Comment here