টেকনাফ

“ লেদার সংঘবদ্ধ ক্রাইম সিন্ডিকেটের শেষ কোথায়? ” র্শীষক সংবাদের প্রতিবাদ

১৮ নভেম্বর একাধিক অনলাইন নিউজ পোর্টালে “ লেদার সংঘবদ্ধ ক্রাইম সিন্ডিকেটের শেষ কোথায়? ” শীর্ষক প্রকাশিত সংবাদে নাম দেখে ভিন্নমত পোষন করে তীব্র প্রতিবাদ জানিয়েছেন নিম¥ স্বাক্ষরকারীরা। প্রতিবাদ লিপিতে উল্লেখ করেছেন যে, সংবাদে সত্যকে মিথ্যার সাথে মিলিয়ে আসল ঘটনার সাথে মিল রেখে কতিপয় অপরাধীর সাথে নিরপরাধ ছাত্র, শিক্ষক ও সাধারণ কৃষককে জড়িত করা হয়েছে। যা মোটেও কাম্য নয়। এর ফলে প্রকৃত অপকর্মের সাথে জড়িত অনেকে পার পেয়ে যাচ্ছে আর কিছু সাধারণ ভালো মানুষ হয়রানির শিকার হচ্ছে। প্রকাশিত সংবাদের একাংশে স্থানীয় একাধিক সুত্রের বরাত দিয়ে দীর্ঘদিন ধরে উত্তর লেদা লামার পাড়ার মৃত কালা চাঁেদর পুত্র মুহাম্মদ আলম ও মুহাম্মদ ছিদ্দিক, ইসমাইলের পুত্র মোহাম্মদ নূর, আব্দুর রশিদের পুত্র জয়নাল ও হেলাল এবং নাজির হোসেনের পুত্র মোহাম্মদ ফারুককে চোরাচালান পন্য মাদক , স্বর্ণ পাচারে চোরাকারবারীদের সাথে চুক্তিবদ্ধ হয়ে সহযোগিতা করার অভিযোগ উল্লেখ করা হয়। কিন্তু প্রকৃত অর্থে মুহাম্মদ আলম টেকনাফ আল জামেয়া আল ইসলামিয়া মাদ্রাসায় নূরানী শাখায় শিক্ষকতা, মুহাম্মদ ছিদ্দিক কৃষি কাজ, মোহাম্মদ নূও উখিয়া কলেজে অধ্যায়নরত এবং জয়নাল, হেলাল ও ফারুক সাধারণ পরিবারের খেটে খাওয়া যুবক বলে দাবী করেন। তারা এ ধরনের খারাপ কাজের সাথে মোটেও জড়িত নয় দাবী করে তদন্ত সাপেক্ষে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার ও দাবী জানান তারা। প্রতিবাদ লিপিেিত আরো উল্লেখ করা হয়, স্থানীয় সামাজিক দ্ব›দ্ধ, মামলা পাল্টা মামলা ইত্যাদি কারনে এখানে একজন অপরজনকে ঘায়েল করার জন্য সহজেই মাদক কারবারী সাজিয়ে হয়রানির অপচেষ্টা চালানো এখন নিত্যনৈমর্ত্তিক ঘটনা। এটি তারই অংশ মাত্র। তাই সংবাদের একাংশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রতিবাদকারী
মুহাম্মদ আলম ও মুহাম্মদ ছিদ্দিক পিতা : মৃত কালা চাঁদ
মোহাম্মদ নূর, পিতা : ইসমাইল
জয়নাল ও হেলাল পিতা : আব্দুর রশিদ
মোহাম্মদ ফারুক পিতা : নাজির হোসেন
উত্তর লেদা লামার পাড়া , হ্নীলা, টেকনাফ ।

Comment here