টেকনাফ

সরকারি প্রতিনিধি দলের পরিদর্শণ কালে বিজিবি টেকনাফ ২ ব্যাটালিয়ন অধিনায়ক : বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে বর্ডার সার্ভেইল্যান্স সিস্টেম’র সুফল পাচ্ছে বিজিবি


টেকনাফ প্রতিনিধি :

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের টেকনাফে স্থাপিত স্মার্ট ডিজিটাল সার্ভেইল্যান্স এন্ড ট্যাকটিক্যাল বর্ডার রেসপন্স সিস্টেম পরিদর্শণ করেছেন আসছেন সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। এ দলে রয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব (আনসার ও সীমান্ত ) মোঃ শাহেদ আলী ও বর্ডার গার্ড বাংলাদেশ’র (বিজিবি) অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন ও প্রশিক্ষণ), ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান, বিজিবিএম, পিবিজিএম (বার), এনডিসি।

৬ মার্চ শুক্রবার দুপুরে টেকনাফের শাহপরীরদ্বীপ সীমান্ত এলাকা পরিদর্শণ শেষে বিকাল ৩ টার দিকে বিজিবি টেকনাফ ২ ব্যাটলিয়ন সদর দপ্তরে পৌঁছেন তারা। সেখানে স্থাপিত মূল নিয়ন্ত্রণ কক্ষে এ প্রকল্পের কর্মকান্ড মনিটর করেন। এখানে আয়োজন করা হয় আলোচনা সভার। এতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান, পিএসসি জানান, ‘ইতিমধ্যে টেকনাফের শাহপরীরদ্বীপ পয়েন্ট হতে সাবরাং পর্যন্ত ১০ কিলোমিটার এলাকা এ প্রকল্পের আওয়ায় এসেছে। এই সব এলাকায় এর সুফলও আসতে শুরু করেছে। দ্রুতগতিতে কাজ চলছে। টেকনাফ হতে বান্দরবানের বাইশফাড়িঁ সীমান্ত পর্যন্ত প্রায় ৫৫ কিলোমিটার বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকা এর আওতায় আসবে। ’ এরফলে মাদক পাচার, মানব পাচার, অনুপ্রবেশসহ প্রতিরোধসহ সীমান্ত সুরক্ষিত হবে বলেও মন্তব্য করেন তিনি।
পরিদর্শণ কালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব (আনসার ও সীমান্ত ) মোঃ শাহেদ আলী সাংবাদিকদেও জানান, ‘সীমান্ত ব্যবস্থাপনায় বিজিবি পকল্পটি বাস্তবায়ন করছে। এটি যদি কার্যকরভাবে চলমান থাকে তাহলে দেশের গোটা সীমান্তে তা সমপ্রসারণ করা হবে। ”

মুল মনিটর কক্ষে আলোচনা শেষে প্রতিনিধি দল সাবরাং সীমান্ত এলাকা পরিদর্শনে যান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজিবি কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাজেদুর হাসান, টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) উপ-অধিনায়ক মেজর রুবায়াৎ কবীর প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য মাদকের ভয়াবহ আগ্রাসন প্রতিরোধকল্পে সীমান্তে বিজিবি’র নজরদারী জোরদারকরণের উদ্দেশ্যে টেকনাফের বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে বর্ডার সার্ভেইল্যান্স সিস্টেম টেকনাফ-০১ এর আওতায় স্থাপিত ‘স্মার্ট ডিজিটাল সার্ভেইল্যান্স এন্ড ট্যাকটিক্যাল বর্ডার রেসপন্স সিস্টেম’ বসানো হয়েছে সীমান্তে।

Comment here