আন্তর্জাতিক

সীমান্তে বেপরোয়া মিয়ানমার বিজিপি : ধরে নিয়ে গেছে জাল-ট্রলারসহ আরও ৩ জেলেকে

কক্সবাজার প্রতিনিধি:index
সীমান্তে বেপরোয়া হয়ে উঠেছে মিয়ানমার সীমান্ত রক্ষি বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)। শুক্রবার রাতে নাফ নদী থেকে ১টি ফিশিং ট্রলার ও জালসহ আরও ৩ জেলেকে ধরে নিয়ে যায় তারা। এ নিয়ে গত কয়েকদিনে নাফ নদী ও বঙ্গোপসাগর থেকে ১১ জেলেকে ধরে নিয়ে গেল বিজিপি।
জানা যায়, শুক্রবার রাত ৮টার দিকে টেকনাফের নাজির পাড়া বরাবর নাফ নদী থেকে মাছ শিকাররত অবস্থায় ৩ জেলেকে ট্রলার ও জালসহ ধরে নিয়ে যায় বিজিপি।
উক্ত ৩ জেলে হচ্ছে টেকনাফ পৌরসভার উত্তর জালিয়াপাড়ার আব্দুল মালেকের ছেলে আব্দুর রহমান(৩২), চৌধুরী পাড়া এলাকার সৈয়দ হোসেনের ছেলে মোঃ ইউনুচ(২৫) ও আব্দুল আমিনের ছেলে মোঃ খালেক(১৮)।
বিজিবি টেকনাফ বিওপির কোম্পানী কমান্ডর আব্দুল কাদের সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, জেলে আব্দুর রহমানের পিতা মালেক শনিবার বিকালে বিওপিতে এসে জেলেদের ধরে নিয়ে যাওয়ার বিষয়টি জানান। এব্যাপারে ব্যাটেলিয়ন সদর দপ্তরে জানানো হয়েছে বলে জানান তিনি।
প্রসঙ্গত এর আগে গত ২ নভেম্বর সন্ধায় নাফ নদী থেকে নৌকাসহ অপর ৩ জেলে ও
৯ নভেম্বর সেন্টমার্টিনে বঙ্গোপসাগর থেকে আরো ৫ জেলেকে ট্রলারসহ ধরে নিয়ে যায়।
বিজিবির পক্ষ থেকে ধরে নিয়ে যাওয়া উক্ত জেলেদের ফিরিয়ে দিতে বলা হলেও বিজিপি তাদেরকে ফিরিয়ে দেয়নি।
এব্যাপারে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)টেকনাফস্থ ২ ব্যাটালিয়ন অধিনায়ক আবুজার আল জাহিদ জানান, বিষয়টি বিজিবির উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
নাফনদী থেকে জেলেদের ধরে নিয়ে যাওয়ার বিষয়ে মিয়ানমার কর্তৃপক্ষের সাথে বার্তা আদান প্রদান হয়েছে। আগামী ২৩ নভেম্বর ঘুংধুম সীমান্তে মিয়ানমারের সাথে একটি পতাকা বৈঠকের কথা রয়েছে তাতে জেলেদের ফিরিয়ে আনতে বিস্তারিত আলোচনা করা হবে বলে জানান তিনি।
তিনি আরো জানান, মিয়ানমারে হামলার পর জেলেদের নাফ নদীতে মাছ ধরা বন্ধ করে দেওয়া হয়েছিল। পরে মাছ শিকারের অনুমতি দেওয়ার পর এ ধরনের ঘটনা ঘটে চলছে। প্রয়োজনে পুনরায় মাছ শিকার বন্ধ করে দেওয়া হবে বলে জানান তিনি।

এদিকে শনিবার আবারও মিয়ানমার বিজিপি পোষ্টে হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

Comment here