এক্সক্লুসিভদৃষ্টিপাতসারাদেশ

“সৃষ্টিকর্তা” পুলিশ অফিসার আদিল মাহমুদ

“সৃষ্টিকর্তা”
“পঞ্চবিংশতি পদি কবিতা”

আদিল মাহমুদ

বৈশিষ্ট্য: প্রতি লাইনে পাঁচ শব্দ এবং প্রতি শব্দে পাঁচ বর্ণ।

ইনসানকে আল-আলীম সম্প্রদানের নিরাপত্তার আশ্রয়স্থল,
অচলকীলা সৃষ্টিকর্তার প্রশংসিত রহমতের প্রানউজ্জ্বল,
মানবজাতি মহিমান্বিত মহাত্মপূর্ণ মহিমাময় বায়ুমণ্ডল,
আল-খাফিদ অভিভাবক মহারক্ষক নিরাপত্তার সৌরমণ্ডল,
মানবকুলে সবকিছুর মরণদাতা মহাসৃষ্টির আল-জালীল।
বিনম্রতেই মহাবিজয়ী স্বাধীনতার গৌরবজ্জ্বল অহংকার,
মহামারীতে অতিক্ষুদার্থ প্রত্যক্ষকারী মহারক্ষক আল-কাদির,
দানকারীকে কল্যানকর্তা করবেনই সম্পদশালী নৃমহাবীর,
প্রতিবেশীকে সহায়তাতে প্রশংসিত গৌরবময় মহান-বীর,
শ্রদ্ধারসাথে মুসলমান ভালবাসবে সবহাদিস মহানবীর।
সবকিছুর অন্তরভাগে আল-আজিজ একমাত্রই পালনকর্তা,
মহাবিপদে আল-কুদ্দুস মহাসৃষ্টির মহিমান্বিত জীবনদাতা,
ভূখাদেরকে বসুমতিতে মহারক্ষক আল- মালিক আহার্য্যদাতা,
ভাইরাসকে পরাজয়েই জীবনদাতা পরকালের কল্যাণকর্তা,
মনুষ্যজাতি সৃষ্টিকর্তার অনুগতায় বিশুদ্ধকারী মানবদাতা।
বিশ্বভ্রম্মান্ড, নক্ষত্রপুঞ্জ, অম্ভোনিধি একজনেরই নির্মাণাধীন,
কল্যানকর্তা, প্রতাপশালী মহারক্ষক সবকিছুই অধিকরন,
চিন্তাগ্রস্হের নির্মায়িকের উন্মেসকারী আন-নুরের সেরাভুবন,
হীনমন্যতা বিসর্জনের অনিবার্যতা ইনসানের মেহেরবান।
ইহজগতে কর্মেরফলে মহারক্ষক, পরকালেই আল-মুমিন।
প্রানীজগত,কীটপতঙ্গ,মহিরূহের অবধারক আল-খালিক,
সবকিছুর কান্তিমানই প্রশংসিত সৃষ্টিকর্তাই মহারক্ষক,
ন্যায়বিচার প্রতিষ্ঠাকরা অর্থনীতির প্রধানতম অভিভাবক,
দূরদর্শিতা মহাবিশ্বের পরীক্ষকের অনুরাগের অবধারক,
মায়ামমতা বিধিলিপির পরিহাসের প্রকারভেদে আর-রাজ্জাক।

লেখক- ওসি (তদন্ত ),

পরশুরাম মডেল থানা, ফেনী।

Comment here