টেকনাফসারাদেশ

সেন্টমার্টিন ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় অধ্যাপক মোহাম্মদ আলী-দলকে ক্ষমতায় রাখতে হলে ত্যাগী নেতা-কর্মীদের দিয়ে সংগঠনকে শক্তিশালী করতে হবে

হুমায়ূন রশিদ,টেকনাফ:সেন্টমার্টিন ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ আলহাজ্ব অধ্যাপক মোহাম্মদ আলী বলেছেন দল বর্তমানে রাষ্ট্র ক্ষমতায় রয়েছে। এরই ধারাবাহিকতা অব্যাহত রাখতে হলে তৃণমূল হতে ত্যাগী নেতা-কর্মীদের দিয়ে সংগঠনকে শক্তিশালী করার বিকল্প নেই। উড়ে আসা সুযোগ সন্ধানীদের দলে জায়গা দিলে দুঃসময়ে কাছে পাওয়া যাবেনা। তাই অনতিবিলম্বে সেন্টমার্টিন ইউনিয়নের ওয়ার্ড সমুহের সম্মেলন দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করে ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন আয়োজনের প্রস্তুতি নেওয়ার আহবান জানান।
৮ডিসেম্বর দুপুর সাড়ে ১১টায় জিনজিরা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে সেন্টমার্টিন ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছৈয়দ আলমের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব অধ্যাপক মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল বশর। বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সেলিম সিকদার,মাহবুব মোরশেদ,টেকনাফ যুবলীগের ধর্মবিষয়ক সম্পাদক নুরুল আমিন,ইউনিয়ন যুবলীগের সাধারণ আক্তার কামাল,সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন শামীম,ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো: আব্দুল­াহ,সিনিয়র সহসভাপতি মোহাম্মদ ফাহাদ শাহীন,শব্বির আহমদ,হাফেজ আবুল হোছাইন,হাজী আব্দুস সালাম প্রমুখ। সভায় প্রধান অতিথি সংগঠনকে তৃণমূল পর্যায় থেকে শক্তিশালী ও সংগঠিত করার লক্ষ্যে উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশ্যে উপরোক্ত কথা বলেন। #

Comment here