টেকনাফপবিবেশপর্যটন

সেন্ট মার্টিন্স ব্যবস্থাপনা পরিকল্পনা বিষয়ক পরামর্শক সভা অনুষ্ঠিত

টেকনাফ ভিশন ডটকম :
সেন্ট মার্টিন্স দ্বীপ ইসিএ ব্যবস্থাপনা পরিকল্পনা বিষয়ক পরামর্শক সভা ২৬ জানুয়ারি বৃহস্পতিবার সকালে টেকনাফ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃসফিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় পতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) ব্যবস্থাপনা বিধিমালা, ২০১৬ শিয়ারিং ও বাস্তবায়ন নিয়ে ব্যাপক আলোচনা হয়।
ক্লাইমেট রেজিলিয়েন্ট ইকোসিস্টেম্স এন্ড লাইভলিহুডস (ক্রেল) প্রকল্প আয়োজিত উক্ত সভায়, উপজেলা কৃষি কর্মকর্তা,  সেন্ট মার্টিন্স ইউপি চেয়ারম্যান নুর আহমদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আলমগীর কবির, একাডেমিক সুপারভাইজার নুরুল আবসার, উপজেলা প্রকৌশলী আবসার উদ্দিন, নেকম-ক্রেল প্রকল্পের পিসি আব্দুল মান্নান, আরসি আলম খান, প্রকল্প কর্মকর্তা মুজাহিদ ইবনে হাবিব , সাংবাদিক জাবেদ ইকবাল চৌধুরী, ইউপি সদস্য আব্দুর রহমান প্রমুখ ।
পরামর্শক সভায় বক্তারা সেন্টমার্টিন্স দ্বীপ রক্ষায় শক্তিশালী উন্নয়ন কতৃপক্ষ গঠন, স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা, পর্যটক নিয়ন্ত্রন, অপরিকল্পিত স্থাপনা নির্মাণ বন্ধ, বাধ নির্মাণসহ পরিবেশ বান্ধব কর্মপরিকল্পনা দ্রæত বাস্তবায়নে সরকারের উচ্চ মহলের আশু হস্তক্ষেপ কামনার উপর গুরুত্বারোপ করেন। এ ছাড়া সেন্ট মার্টিন্স নিয়ে দ্রুত  পরিকল্পিত কর্মকান্ড শুরু না হলে দ্বীপটি ভাঙ্গনের কবল থেকে রক্ষা করা দুরহ হয়ে পরবে বলেও মত প্রকাশ করা হয়।

Comment here