কক্সবাজারচকরিয়াসারাদেশ

স্বাধীনতার পর এতো উন্নয়ন আর কেউ করতে পারেনি : চকরিয়ায় বিশাল জনসভায় ওবায়দুল কাদের

চকরিয়া প্রতিনিধি:
কেন্দ্রীয় আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, উন্নয়নে ছেয়ে গেছে দেশ। এতো উন্নয়ন হয়েছে, স্বাধীনতার পর আর কেউ উন্নয়ন করতে পারেনি। সড়ক, ব্রিজ, কালভার্ট ও রাস্তা ঘাটের অভাবনীয় উন্নয়ন। শেখ হাসিনার উন্নয়ন চকরিয়ার মানুষ সুফল পাচ্ছে।

প্রধামন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করে ওবায়দুল কাদের আরও বলেন, পৃথিবীর তিনজন সৎ রাজনীতিবীদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান এক নম্বরে এবং চারজন পরিশ্রমী প্রধানমন্ত্রীর মধ্যেও তিনি একনম্বরে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা। আমরা এমন নেত্রী পেয়েছি যার যোগ্য নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তার নেতৃত্ব সারাবিশ্বে পরিচিতি লাভ করেছে। গত ৪৪ বছরে তার মতো সাহসী নেত্রী এদেশে আসেনি।

বুধবার ২২ জানুয়ারি বিকাল তিনটায় চকরিয়া সরকারি কলেজ মাঠে চকরিয়া উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে কক্সবাজার-১ আসনের সাংসদ উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাফর আলম এমপির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় স্মরণকালের বৃহত্তম জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উন্নয়নের কথা তুলে ধরে তিনি আরও বলেন, বর্তমান সরকার ঘরে ঘরে বিদ্যু পৌছে দিয়েছে। এখন সব জায়গায় বিদ্যুৎ। ৩শ ২১ কোটি ব্যয়ে ৬ লেনের মাতামুহুরী ব্রিজের কাজ, দশকোটি ব্যয়ে চিরিঙ্গা-বেতুয়া সড়ক, ইয়াংছা-মানিকপুর-ছিকলঘাট-শান্তিবাজার সড়ক, ৩শ ৬৬ কোটি ব্যয়ে একতা বাজার-মগনামার শেখ হাসিনার নৌ-ঘাটি পর্যন্ত সড়কের কাজ এগিয়ে চলছে। চিরিঙ্গা-বদরখালী সড়কের কথাও উল্লেখ করেন। চিরিঙ্গা শহরে ফ্লাইওভার নির্মাণ করা হবে। আগামী এক সপ্তাহের মধ্যে চকরিয়া সরকারি কলেজের ভাউন্ডারি ওয়াল দেওয়ার নির্দেশ দেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদারতায় দেশের সীমান্তে ১১ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে। সেই উদারতার পুরস্কার বিশ্ব সভায় পাই। আগামীকাল রোহিঙ্গার বিষয় নিয়ে গাম্বিয়া মায়ানমারের বিরুদ্ধে মামলা করেছে। সেই মামলার রায় যেন পক্ষে আসে।

এসময় বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান খান বাহাদুর মোস্তাক আহমদ চৌধুরী, জেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট সিরাজুল ইসলাম মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুল হক, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার রোটন, জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমদ সিআইপি, কক্সবাজার সদর-রামু আসনের সাংসদ সাইমুন সরওয়ার কমল, টেকনাফ-উখিয়া আসনের সাবেক সাংসদ আবদুর রহমান বদি, মহেশখালী-কুতুবদিয়া আসনের আশেক উল্লাহ, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রনজিত দাশ, জেলা সদস্য এটিএম জিয়া উদ্দিন জিয়া, সাবেক ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বুলবুল, ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্টো, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, জেলা যুবলীগের সভাপতি সোহেল বাহাদুর, মাতামুহুরী সাংগঠনিক থানা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা, সাধারণ সম্পাদক মহসিন বাবুল, পেকুয়া আওয়ামীলীগের আহবায়ক আবুহেনা মোস্তফা কামাল, সহ-সভাপতি সরওয়ার আলম, চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন জয়নাল, শাহনেওয়াজ তালুকদার, সাংগঠনিক সম্পাদক মিজবাউল হক, প্রচার সম্পাদক আবু মুছা, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রহিম উদ্দিন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন কান্তি দাশ, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শওকত হোসেন, লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রেজাউল করিম সেলিম, যুবলীগের সাধারণ সম্পাদক কাউছার উদ্দিন কছির, পৌর শ্রমিকলীগের সভাপতি জহিরুল ইসলাম, ছাত্রলীগের সভাপতি মো: মারুফ ও চকরিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি তোয়াসিন আনোয়ার জিহান। পরে প্রধান অতিথি চকরিয়া সরকারি কলেজে নির্মিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিভিন্ন কর্মময় জীবন নিয়ে “বঙ্গবন্ধু কর্ণার” উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন চকরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ আকম গিয়াস উদ্দিন।

Comment here