টেকনাফ

হোয়াইক্যংয়ে রোহিঙ্গায় ক্ষতিগ্রস্থ ১৮শ পরিবারে চাল বিতরণ

জাহাঙ্গীর আলম : হোয়াইক্যংয়ে রোহিঙ্গা অনুপ্রবেশে ক্ষতিগ্রস্থ ১৮শ পরিবারের মধ্যে স্থানীয় এমপি বদির প্রচেষ্টায় বিশেষ ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।
জানা যায়, ৩০ এপ্রিল সকাল ১০টায় উপজেলার হোয়াইক্যংয়ে কাঞ্জরপাড়াস্থ মডেল ইউপি কমপ্লেক্স মিলনায়তনে এমপি আলহাজ¦ আব্দুর রহমান বদির পক্ষে স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মৌঃ অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী ও ইউপি মেম্বার আব্দুল গাফ্ফার উপস্থিত হয়ে রোহিঙ্গা অনুপ্রবেশে ক্ষতিগ্রস্থ ( প্রতি পরিবারে ৪০ কেজি করে) ১হাজার ৮শ পরিবারের মধ্যে চাল বিতরণ কার্র্য্যক্রমের উদ্বোধন করেন। এ সময় ইউপি সচিব নুরুল হুদাসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত ২০১৭ সালের ২৫ আগষ্ঠ মিয়ানমারে জাতিগত রোহিঙ্গা নিধনের ফলে বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ করে। এরফলে উখিয়া-টেকনাফের স্থানীয় বিশাল জনগোষ্ঠী বেকার ও ক্ষতিগ্রস্থ হয়ে পড়ে। স্থানীয় সংসদ সদস্য আলহাজ¦ আব্দুর রহমান বদি বিষয়টি সংসদে উত্থাপন করলে সরকার অত্র অঞ্চলের ক্ষতিগ্রস্থ মানুষের জন্য বিশেষ ভিজিএফ চালু করেন।

Comment here