টেকনাফসারাদেশ

হ্নীলার প্রবীণ মুরুব্বী ও বিশিষ্ট ব্যবসায়ী নুরুল আলম সিকদারের ইন্তেকাল : বিকাল ৫টায় জানাজা

হুমায়ুন রশিদ : টেকনাফের হ্নীলার প্রবীণ মুরুব্বী ও বিশিষ্ট ব্যবসায়ী নুরুল আলম সিকদার বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। বিকালে ২য় জানাজা শেষে এই বিশিষ্ট ব্যক্তিকে স্থানীয় গোরস্থানে দাফন করার প্রস্তুতি চলছে।
জানা যায়, গত ১ আগষ্ট রাত সাড়ে ৮টারদিকে কক্সবাজার সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় টেকনাফ উপজেলার হ্নীলা পশ্চিম সিকদার পাড়ার মরহুম ফয়েজ আহমদ সিকদারের পুত্র, দুবাই আমিরাতের আজমান বাংলাদেশ টেইলার্স এবং হ্নীলা হোটেল সিকদার প্লাজার স্বত্তাধিকারী নুরুল আলম সিকদার (৭২) ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি…রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে কিডনী, ডায়াবেটিস ও হৃদরোগে ভোগছিলেন। মৃত্যুকালে তিনি ২ স্ত্রী, ১১ ছেলে, ৬ মেয়েসহ বহু আতœীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দুবাই শাখা আওয়ামী লীগের উপদেষ্টা এবং হিউম্যান রাইটস মেম্বার হিসেবে দায়িত্বরত ছিলেন। ২ আগষ্ট সকাল সোয়া ৯টায় কক্সবাজার রহমানিয়া মাদ্রাসা মাঠে ১ম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর মৃতদেহ নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেয়। বিকাল ৫টায় হ্নীলা শাহ মজিদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা মাঠে নামাজে জানাজা শেষে স্থানীয় গোরস্থানে মা-বাবার কবরের পাশে চির নিদ্রায় শায়িত করা হবে বলে পারিবারিক সুত্র নিশ্চিত করেছেন। তিনি শুধু একজন ব্যবসায়ী নন দানবীর হিসেবেও এলাকায় পরিচিত ছিলেন। এই প্রবীণ মুরুব্বী ও বিশিষ্ট ব্যবসায়ীর মৃত্যুতে বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছেন।

Comment here