টেকনাফসারাদেশ

হ্নীলায় আল্লামা ইসহাক ফাউন্ডেশনের ইসলামী মহাসম্মেলন সম্পন্ন

বিশেষ প্রতিবেদক : হ্নীলায় আল্লামা শাহ মুহাম্মদ ইসহাক (ছদর সাহেব হুজুর রাহ) ফাউন্ডেশনের উদ্যোগে ২য়তম ২দিনব্যাপী ইসলামী মহাসম্মেলন সম্পন্ন হয়েছে। এতে কোরআন-হাদিসের আলোকে জীবন গঠনের আহবান জানিয়ে জেলার ৩বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়েছে।
গত ৩ মার্চ বাদে জোহর হতে রাতব্যাপী উপজেলার হ্নীলা জামেয়া দারুস সুন্নাহর ময়দানে আল্লামা শাহ মুহাম্মদ ইসহাক (ছদর সাহেব হুজুর রাহ) ফাউন্ডেশনের ইসলামী মহাসম্মেলন সাংবাদিক মুহাম্মদ তাহের নঈম ও হাফেজ এনামুল হক মঞ্জুর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনের সমাপনী দিনে প্রধান বক্তা ছিলেন ঢাকা জামিয়া তালিমিয়া মাদরাসার মুহতামিম আল্লামা হাফিজুর রহমান ছিদ্দিক (কুয়াকাটা)। বিশেষ বক্তা ছিলেন লোহাগাড়া রাসুলাবাদের জামিয়া কুরআনিয়া দারুল উলুম মাদরাসার মুহতামিম আল্লামা শাহ আবুল ওয়াফা শমসী, টেকনাফ আল জামিয়ার মুহতামিম ও শাইখুল হাদিস আল্লামা মুফতি কিফায়াতুল্লাহ শফিক, লালখান বাজার জামিয়াতুল আল ইসলামিয়ার নায়েবে মুহতামিম আল্লামা হারুন ইজহার চৌধুরী, রামু জামিয়াতুল উলুম আল ইসলামিয়ার মুহতামিম মাওলানা হাফেজ শমসুল হক নছিম, টেকনাফ আল জামিয়ার সিনিয়র শিক্ষক মাওলানা ইলিয়াস ফারুকী, হ্নীলা বাসষ্টেশনের কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা ক্বারী ফরিদুল আলম, কক্সবাজার হাশেমিয়া আলিয়া মাদরাসা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ আবু ইউছুপ তাশরীফ পেশ করেন। এতে বক্তারা বলেন, নবী-রাসুল ও পীর আউলিয়াদের দেখানো পথ অনুসরণ না করায় সারা বিশ্বে আজ মুসলিম জাতি নিপীড়ন-নিগ্রহের শিকার হচ্ছে। তাই মানব জাতির পূর্ণাঙ্গ জীবন বিধান কোরআন-হাদিসের আলোকে জীবন গঠনের আহবান জানানো হয়। সভাশেষে কক্সবাজারের বিভিন্ন স্থানে সামাজিক উন্নয়নে বিশেষ অবদান রাখায় মহেশখালী পৌর মেয়র আলহাজ¦ মকসুদ মিয়া, রামু কেন্দ্রীয় জামে মসজিদ কমপ্লেক্সের সেক্রেটারী মাওলানা মোহাম্মদ তৈয়ব, টেকনাফ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৌলানা রফিক উদ্দিনকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়। সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Comment here