টেকনাফ

হ্নীলায় কীটনাশকযুক্ত মশারী বিতরণ শুরু

মুহাম্মদ জাহাঙ্গীর আলম : টেকনাফে ম্যালেরিয়া রোগের ঝুঁকিপূর্ণ দুই ইউনিয়নে কীটনাশকযুক্ত মশারী বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
জানা যায়, ১৮ ফেব্রুয়ারী সকাল ১১টায় উপজেলার হ্নীলা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে জাতীয় ম্যালেরিয়া নির্মূল কর্মসুচীর আওতায় এনজিও সংস্থা ব্র্যাক ও একলাবের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে বিনামূল্যে কীটনাশকযুক্ত মশারী বিতরণ উপলক্ষ্যে একসভা হ্নীলা ইউপির প্যানেল চেয়ারম্যান আবুল হোছনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। একলাবের উপজেলা ম্যানেজার জিয়াউল হক সরকারের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোঃ আবুল মনছুর, হ্নীলা আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এরশাদুর রহমান, হ্নীলা হাইস্কুলের সিনিয়র শিক্ষক শ্বেতলাল চন্দ্র দাশ ও মাঠকর্মী রেহেনা বেগম। এরপর আনুষ্ঠানিকভাবে ম্যালেরিয়া রোগের ঝুঁকিপূর্ণ তালিকাভূক্ত পরিবারের মধ্যে কীটনাশকযুক্ত মশারী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উল্লেখ্য, উপজেলার হ্নীলা ও হোয়াইক্যং ইউনিয়নের ম্যালেরিয়ার ঝুকিঁপূর্ণ ২৮টি গ্রামের জনসাধারণের মধ্যে বিনামূল্যে ২৫হাজার কীটনাশকযুক্ত মশারী বিতরণ করা হবে।

Comment here