টেকনাফ

হ্নীলায় জমি বিরোধ নিয়ে সংঘর্ষে আহত-৩

মুহাম্মদ জাহাঙ্গীর আলম : হ্নীলায় জমি বিরোধ নিয়ে দু‘পক্ষের সংঘর্ষে ৩ গুরুতর আহত ও রক্তাক্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই ব্যাপারে উভয়পক্ষই থানায় পরস্পরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে।
জানা যায়,৩ মার্চ বিকাল ৩টারদিকে উপজেলার হ্নীলা মৌলভী বাজারে দক্ষিণ-পশ্চিম পার্শ্বে মৃত মাষ্টার লাল মোহাম্মদের পুত্র হাজী ছৈয়দ আলম (৬০) গংয়ের মালিকানাধীন একটি জমিতে দা-কিরিচ, লাঠি-সোটা ও অস্ত্র-শস্ত্র নিয়ে মৃত আব্দুল ফাত্তাহের পুত্র আব্দুল মোনাফ (৩৫), আব্দুল্লাহ (৪০), মৃত আব্দু সামাদের পুত্র শফিক প্রকাশ সোনা মিয়া, মোহাম্মদ করিম প্রকাশ কালা পুতিয়া, জসিম উদ্দিন, হেলাল উদ্দিন, বেলালসহ ১০/১৫ জন একটি গ্রæপ বসত-ঘর তৈরী করতে চাইলে হাজী ছৈয়দ আলম গং বাঁধা প্রদান করে কাগজ-পত্র দেখাতে বললে ক্ষিপ্ত হয়েই মৃত মাষ্টার লাল মোহাম্মদের পুত্র হাজী ছৈয়দ আলম (৬০), মোহাম্মদ ফেরদৌস প্রকাশ ছেলাইয়া (৪০), মৃত বদিউল আলমের পুত্র মুহাম্মদ কলিমুল্লাহ (২৫) গুরুতর আহত ও রক্তাক্ত হয়। এসময় ৫০হাজার টাকা মূল্যের একটি মোবাইল ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। আহতদের দ্রæত উদ্ধার করে টেকনাফ উপজেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়। হাজী ছৈয়দ আলমের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এই ব্যাপারে হামলায় আহতরা পক্ষই থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। স্থানীয় ইউপি মেম্বার ফরিদুল আলম,জমি বিরোধ নিয়ে দু‘পক্ষের মধ্যে সংঘর্ষের সত্যতা স্বীকার করেন।

Comment here