টেকনাফসারাদেশ

হ্নীলায় পিএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠানে ইউএনও;শিক্ষার্থীদের পরীক্ষার মাধ্যমে অর্জিত জ্ঞানের বহিঃপ্রকাশ করতে হবে

সাদ্দাম হোসাইন, টেকনাফ :
টেকনাফের হ্নীলা রঙ্গিখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পিএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এতে প্রধান অতিথি বলেন, শিক্ষা ছাড়া জাতি অচল। তাই ছেলে-মেয়েদের শিক্ষাঙ্গনমুখী করার বিকল্প নেই। শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ-গ্রহণের মাধ্যমে নিজেদের অর্জিত জ্ঞানের বহিঃ প্রকাশ করতে পারে। তাই যেকোন ধরনের পরীক্ষায় অংশ-গ্রহণ শিক্ষার্থীদের মেধা যাচাই-বাচাইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন এই রঙ্গিখালী স্কুলের শ্রেনীকক্ষ,আসবাবপত্র এবং শিক্ষক সংকট দেখা দিয়েছে। তা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে দ্রæত সময়ে সমাধানের পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বস্থ করেন তিনি।
১৭ নভেম্বর সকাল সাড়ে ১০টায় উপজেলার হ্নীলা রঙ্গিখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ২০১৭ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান বিদ্যালয় পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদ্দিন টিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরুল আলম আজাদের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার জাহেদ হোছন ছিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে হ্নীলা ইউপি চেয়ারম্যান এইচকে, আনোয়ার (সিআইপি), উপজেলা শিক্ষা অফিসার মোঃ এমদাদ হোসেন চৌধুরী, উপজেলা একাডেমিক সুপার ভাইজার ও ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নুরুল আবছার, উপজেলা শিক্ষা কমিটির সদস্য মোঃ আলম বাহাদুর, রঙ্গিখালী খাদিজাতুল কোবরা মহিলা মাদ্রাসা সুপার মোঃ ফখরুল ইসলাম ফারুকী, স্বাগত বক্তব্য রাখেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাকের আহমদ, বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে সাজ্জাদুর রহমান আজাদ প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়া সংবাদকর্মী মুহাম্মদ জাহাঙ্গীর আলম, হেলাল উদ্দিন, সাদ্দাম হোসাইন, মোঃ রফিক, স্কুল কমিটির সদস্য মনোয়ারা পারভীন, মোঃ ইদ্রিস, মাঈন উদ্দিন, মমতাজ হোসাইন, হাসান আলী পিন্টু, পিটিএ কমিটির সভাপতি হোসাইন মোঃ আনিম, সহসভাপতি ইয়াছমিন আক্তার,সদস্য মোঃ কালু সওদাগর, জয়নাল আবেদীন, স্থানীয় মুরব্বী হাজ্বী শওকত আলী, ইসমাঈল হাজ্বী, নাজু মাঝি, হাজ্বী মকবুল আহমদ, নুর আহমদ, আবুল মঞ্জুর, আব্দুর রহিমসহ স্কুলের অভিভাবক, ছাত্র/ছাত্রী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি আসন্ন পিএসসি পরীক্ষায় উক্ত স্কুলের শিক্ষার্থীদের জন্য শুভ কামনা জানিয়ে উপস্থিত সকলের উদ্দেশ্যে উপরোক্ত কথা বলেন।

Comment here