টেকনাফ

হ্নীলায় পূর্ব শত্রæতার জেরধরে হামলায় আহত-২ : আটক-৩

সাদ্দাম হোসাইন : হ্নীলায় পূর্ব শত্রæতার জেরধরে দুই সহোদরকে স্বশস্ত্র সন্ত্রাসী হামলায় কূপিয়ে রক্তাক্ত ও গুরুতর আহত করেছে প্রতিপক্ষের লোকজন। রক্তাক্ত ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং পুলিশ অভিযান চালিয়ে হামলাকারী পিতা-পুত্র ৩জনকে আটক করেছে।
সুত্রে জানা যায়, গত ১৮ এপ্রিল রাত সাড়ে ১১টারদিকে হ্নীলা দক্ষিণ লেদার আনোয়ার হোসেনের পুত্র ও নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের এনজিও ফোরামের গার্ড মোঃ সোহেল (২২) এবং তার ভাই সাদ্দাম হোসাইন (২৪) পাশ^বর্তী সমিলে কাঠ ক্রয় করতে যাওয়ার সময় জনৈক আব্দুর দোকানের সামনে পৌঁছলে পূর্ব শত্রæতাবশত পশ্চিম লেদার জামাল হোছনের পুত্র হামিদ হোছন, দেলোয়ার হোছন, মৃত হায়দর আলীর পুত্র জামাল হোছন, আব্দুল আমিন প্রকাশ হেজাইয়ার পুত্র আব্দুল আমিন মিলে লম্বা দা, কিরিচ, লোহার রড ও লাঠি-সোটা নিয়ে হামলা চালিয়ে দার-কোপের রক্তাক্ত ও অজ্ঞান করে মাটিতে ফেলে রাখে এবং কাঠ ক্রয় বাবদ পকেটে থাকা টাকা-পয়সা ছিনিয়ে নিয়ে চলে যায়। আহত সাদ্দামের শোর-চিৎকারে পাশ^বর্তী লোকজন উপস্থিত হয়ে রক্তাক্ত সোহেলকে দ্রæত উদ্ধার করে চিকিৎসার জন্য টেকনাফ উপজেলা সদর হাসপাতালে নেওয়া হয়। তাকে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন। এই ঘটনার খবর পেয়ে টেকনাফ মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে হামলাকারী হামিদ হোছন,দেলোয়ার হোছন ও জামাল হোছনকে আটক করে। ১৯এপ্রিল সকালে আহত সাদ্দাম হোসাইন বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন। স্থানীয় ইউপি মেম্বার নুরুল হুদা বলেন, জমির বিরোধের জেরধরে সোহেলকে কূপিয়ে জখমের ঘটনা ঘটেছে।

Comment here