টেকনাফ

হ্নীলায় পৃথক দূঘর্টনায় দুই শিশুর মৃত্যু

সাদ্দাম হোসাইন : হ্নীলায় সড়ক দূঘর্টনায় এবং বাড়ির পুকুরে ডুবে পৃথকভাবে দুই শিশুর মৃত্যু ঘটেছে। জানা যায়,২৮ নভেম্বর সকাল ১০টারদিকে উপজেলার মধ্যম হ্নীলার নাছরপাড়ার রাশেদা ও লোকমান হাকিম দম্পতির ছোট শিশু মোঃ আদনান (৪) নানা আব্দুর রহমানের নিকট যাওয়ার জন্য আবদার করে। বাবা ছেলের আবদার রক্ষায় বাড়ি হতে বের হয়ে খারাংখালী বাজারে যাওয়ার জন্য রাইস মিলের সামনে গেলে রামু হতে ইট বোঝাই একটি ডাম্পার (কক্সবাজার-ড-১১-০০৫৭) অসাবধানতাবশত বাবার সাথে হাঁটতে থাকা শিশু আদনানকে ধাক্কা দিলে প্রধান সড়কে রক্তাক্ত অবস্থায় পড়ে যায়। তাৎক্ষণিক শিশুর পিতা সাবেক হোয়াইক্যং ইউনিয়ন যুবদলের আহবায়ক ও বর্তমান জেলা যুবদলের সদস্য লোকমান হাকিম ছেলেকে দ্রæত উদ্ধার করে হ্নীলা উপস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুকে মৃত ঘোষণা করে। এদিকে চোখের সামনে নিজ ছেলের মর্মান্তিক দূঘর্টনা ও মৃত্যুতে চরম অনুশোচনায় ভেঙ্গে পড়েছে এই যুবনেতাসহ পরিজন। স্থানীয় ইউপি মেম্বার জাহেদ হোসাইন ডাম্পার দূঘর্টনায় শিশু আদনানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। এদিকে বিকাল ৪টায় হ্নীলা পশ্চিম পানখালী সৌদি প্রবাসী জয়নাল আবেদীনের পুত্র তানজিমুল ইসলাম প্রকাশ তাহিমনি (২বছর ৩মাস) দাদার সাথে পাক ঘরে বসে নাস্তা খাওয়ার সময় অসাবধানতাবশত বাড়ির পুকুরে গিয়ে পড়ে যায়। তাকে দ্রæত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয় ইউপি মেম্বার হোছাইন আহমদ বাড়ির পুকুরে ডুবে শিশু মৃত্যুর বিষয়টি স্বীকার করেন। বাদে এশা নিহতদের স্থানীয় স্ব স্ব গোরস্থানে দাফন করা হয়েছে।

Comment here