টেকনাফসারাদেশ

হ্নীলায় বাজার করতে গিয়েই মাদ্রাসা ছাত্র নিখোঁজ

সাদ্দাম হোসাইন,হ্নীলা:
টেকনাফের হ্নীলায় এক মাদ্রাসা ছাত্র বাজার করতে নিখোঁজ থাকায় পরিবারের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে। পারিবারিক সুত্রে জানা যায়,গত ১৫জুলাই বিকাল ৪টায় উপজেলার হ্নীলা পশ্চিম সিকদার পাড়ার হাফেজ সাব্বির আহমদ ও হাসিনা বেগম দম্পতির ১মপুত্র এবং হ্নীলা শাহ মজিদিয়া ইসলামিয়া মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্র শহীদুল ইসলাম (১৬)বাড়ির কাঁচা বাজার করতে সাইকেলযোগে হ্নীলা বাসষ্টেশনে যায়। এরপর সে অদ্যবধি ফিরে আসেনি। তার পরনে ছিল জিন্সপ্যান্ট,হলুদ রংয়ের গেঞ্জি এবং ডানপাশের চোখ একটু ছোট। সে ২বোন ও ৩ভাইয়ের মধ্যে সবার বড়। নিখোঁজ মাদ্রাসা ছাত্রের পিতা হাফেজ সাব্বির আহমদ বলেন,আমার সাথে কারো শত্রুতা নেই। নিখোঁজ ছেলের বিষয়টি থানায় মৌখিকভাবে জানানো হয়েছে এবং সম্ভাব্য স্থানে সন্ধানের পর না পেলে পরবর্তী পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন। তবে সম্ভাব্য আতœীয়-স্বজনের বাড়িতে খোঁজ নিয়ে না পেয়ে বাবা হতাশ হয়েছে পড়েছেন। সে কি অপহরণের শিকার হয়েছে না কোথাও গেছে তাও বুঝছে পারছেনা। হ্নীলা শাহ মজিদিয়া মাদ্রাসার শিক্ষার্থী নিখোঁজের বিষয়টি ছড়িয়ে পড়ায় সহকর্মী এবং পরিবারসহ আতœীয়-স্বজনের মধ্যে আতংক সৃষ্টি হয়েছে। উক্ত নিখোঁজ ছাত্রের সন্ধান পেলে পিতা হাফেজ সাব্বির আহমদের মোবাইল নং-০১৮১৬-৮০৬৮৪৯ যোগাযোগ করার জন্য আহবান জানানো হয়েছে।

Comment here