টেকনাফসারাদেশ

হ্নীলায় যুবলীগের সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিরোধে বিক্ষোভ মিছিল

সাদ্দাম হোসাইন, হ্নীলা:
বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার মামলার রায়কে কেন্দ্র করে সন্ত্রাসী কর্মকান্ড, জঙ্গিবাদ, নৈরাজ্য ও নাশকতা সৃষ্টি করে আইন-শৃংখলা পরিস্থিতি অবনতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও পথসভা করেছে হ্নীলা ইউনিয়ন যুবলীগ।
বুধবার বিকাল সাড়ে ৪টায় কাল বৃহস্পতিবার বিএনপি নেত্রী খালেদার মামলার ঘোষিত রায়কে কেন্দ্র করে জামায়াত-বিএনপি চক্র দেশে সন্ত্রাসী কর্মকান্ড, জঙ্গিবাদ, নৈরাজ্য ও নাশকতা সৃষ্টি করে আইন-শৃংখলা পরিস্থিতি অবনতির চক্রান্ত করছে। এসব কঠোর হস্তে দমন করে জন-জীবন স্বাভাবিক রাখতে টেকনাফের হ্নীলা বাসষ্টেশনে ইউনিয়ন যুবলীগের উদ্যোগে এক প্রতিবাদ মিছিল বের হয়। প্রতিবাদ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে হোটেল সিকদার প্লাজা চত্বরে এক পথসভায় মিলিত হয়। হ্নীলা ইউনিয়ন যুবলীগের যুগ্ন-আহবায়ক মুফিজুর রহমান কাজলের পরিচালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মাহবুব মোরশেদ, প্রচার সম্পাদক নজরুল ইসলাম খোকন, সদস্য জাফর আলম সাদেক, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জামাল সরওয়ার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ জাহাঙ্গীর আলম। এছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিকদার, সহ-প্রচার সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল হোছন মেম্বার, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাষ্টার শামসুদ্দিন, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল হাশেম, সাধারণ সম্পাদক ছৈয়দ আলম, ১নং ওয়ার্ড সভাপতি এনামুল হক, উপজেলা যুবলীগের সদস্য রেজাউল করিম রেজা, সরওয়ার কামাল, ইউনিয়ন যুবলীগের আহবায়ক মাহবুর রহমান মাবু, যুগ্ন-আহবায়ক বশির আহমদ, মোহাম্মদ আলী, শাকের আহমদ, জাফর আলম গুরা, ছৈয়দ হোছন ছৈয়দ, যুবলীগ নেতা আবুল কালাম মাঝি, ইয়াছিন আরফাত, মোঃ ইউছুপ, আমিনুল ইসলাম, ফরিদুল আলম, নুর মোহাম্মদ, দেলোয়ার হোছাইন শাহীন, হাশেম উল্লাহ, মোস্তাক আহমদ, লুৎফুর রহমান, হোছন আহমদ, মোয়াজ্জেম, জামাল আহমদ, মাঈন উদ্দিন, জাফর ইকবাল, নুরুল আমিন, শফিকুল ইসলাম কুলফু, খাইরুল বশর, জামাল হোছন, রবি আলম, আবুল হোছন, ফাহাদ, হাসান, জসিম উদ্দিন প্রমুখ। বক্তারা বলেন, ৮ ফেব্রুয়ারী আদালত বিএনপি নেত্রী খালেদা জিয়ার রায় ঘোষণা করতে যাচ্ছে। বিএনপি ও ভাড়াটে সন্ত্রাসী চক্র সারাদেশে সন্ত্রাসী কর্মকান্ড ও নৈরাজ্য সৃষ্টি করে আইন-শৃংখলা পরিস্থিতির অবনতি করতে চায়। বাংলাদেশ আওয়ামী যুবলীগ জনস্বার্থ বিরোধী কর্মসুচী এবং সন্ত্রাসী কর্মকান্ড প্রতিরোধ করতে সারাদিন রাজপথে থাকবে। কোন ধরনের সম্পদ ও জানমালের ক্ষয়ক্ষতি হলে যাবতীয় দায়ভার বিএনপিকে বহন করতে হবে বলে হুশিয়ারী উচ্চারণ করেন।

Comment here