টেকনাফ

হ্নীলায় লবণ চাষাবাদ তছনছ করেছে দূবৃর্ত্তরা

সাদ্দাম হোসাইন,হ্নীলা : হ্নীলায় রাতের অন্ধকারে চাষাবাদকৃত এক একর ১০শতক জমির লবণ মাঠের পলিথিন কেটে তছনছ করেছে দূবৃর্ত্তরা।
জানা যায়,২৬ ফেব্রুয়ারী সকালে উপজেলার হ্নীলা ইউনিয়নের উলুচামরী কোনারপাড়ার মরহুম হাজী ছিদ্দিক আহমদের পুত্র তাহের আহমদের ক্রয়কৃত মালিকানাধীন দক্ষিণ হ্নীলা মৌজার বিএস ৮৬৬ ও ৮৬৭ নং খতিয়ানের আন্দর এক একর ১০শতক জমিতে চাষাবাদকৃত লবণ মাঠে গিয়ে দেখে পুরো মাঠের পলিথিন বাঁশের কাঞ্চির ডগায় বেøড লাগিয়ে কৌশলে প্রতিটি বেড কেটে তছনছ করে দেওয়া হয়েছে। এই ব্যাপারে জমির মালিক তাহের জানান,উক্ত জমি নিয়ে আদালতে মামলা চলে আসছে। হয়তো কোন শত্রুপক্ষ শত্রুতাবশত এই ঘৃণিত কাজের আশ্রয় নিয়েছে অথবা ৩য় কোন পক্ষ বিরোধীয় পক্ষের মধ্যে উত্তেজনা বৃদ্ধির জন্য এই ঘটনার আ্শ্রয় নিয়েছে। আগামীতেও দূবৃর্ত্তরা বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে তাই এই ব্যাপারে থানা পুলিশের আশ্রয় নেওয়া হবে। সাধারণ লবণ চাষী ও মানুষ মনে করেন, মানুষের সাথে মানুষের বিরোধ থাকতে পারে,বিচার-সালিশের মাধ্যমে তা সমাধান হবে কিন্তু রাতের আঁধারে যারা এই কাজ করে হীনমন্যতার পরিচয় দিয়েছে তাদের প্রতি ধিক্কার জানান।

Comment here