টেকনাফ

হ্নীলা ইউনিয়ন কমিউনিটি পুলিশিংয়ের মাদক সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী জরুরী সভা অনুষ্ঠিত

সাদ্দাম হোসাইন : টেকনাফে চলামান মাদক বিরোধী অভিযানকে স্বাগত জানিয়ে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী জরুরী সভা করেছে হ্নীলা ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরাম।
৩০জুন বিকাল সাড়ে ৩টায় হ্নীলা বাসষ্টেশনের অস্থায়ী কার্যালয়ে এক জরুরী সভা ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি ফরিদ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ৫নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং ফোরাম সাধারণ সম্পাদক ছাবের আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের সিনিয়র সহসভাপতি আলহাজ¦ মৌলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম সওদাগর। বিশেষ বক্তা ছিলেন ৫নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং ফোরাম সভাপতি মৌলানা ফেরদৌস আহমদ। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ২নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং ফোরাম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ৩নং ওয়ার্ড সভাপতি নুর মোহাম্মদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহীম, ৪নং ওয়ার্ড সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, ৫নং ওয়ার্ডের সহসাধারণ সম্পাদক মোঃ ইসমাঈল, ৭নং ওয়ার্ড সভাপতি ঠান্ডু মিয়া, ৮নং ওয়ার্ডের সভাপতি আব্দু শুক্কুর, ৯নং ওয়ার্ড সভাপতি ফরিদুল আলমসহ বিভিন্ন ওয়ার্ড সভাপতি-সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন। এতে বক্তারা সরকারের চলমান মাদক বিরোধী অভিযানকে সাধুবাদ জানিয়ে বলেন, এই অভিযান অব্যাহত রেখে জঙ্গিবাদ, অবৈধ অস্ত্রধারীসহ যত ধরনের মাদক চোরাকারবারী ও বহনকারী রয়েছে সবাইকে আইনের আওতায় আনার জোর দাবী জানান। এই ব্যাপারে এলাকার সকল মানুষকে আইন-শৃংখলা বাহিনীর প্রতি সহায়তার হাত বাড়িয়ে এগিয়ে আসার আহবান জানানো হয়।

Comment here