টেকনাফসারাদেশ

হ্নীলা উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত

প্রেস বিজ্ঞপ্তি : হ্নীলা উচ্চ বিদ্যালয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
১৭ মার্চ সকাল ৯টায় দিবসটি উদযাপন উপলক্ষ্যে স্কুল ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় ও স্কুল পতাকা উত্তোলন করা হয়। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পনের পর জন্মদিনের কেক কাটা হয়। সকাল ১০টায় শুরু হয় বঙ্গবন্ধুর উপর রচনা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সকাল ১১টায় স্কুল হল রুমে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহাম্মদ আব্দুস সালামের সভাপতিত্বে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি তরুণ রাজনীতিবিদ মাহবুব মোরশেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল পরিচালানা কমিটির সদস্য ডাঃ সাইফ উদ্দিন খালেদ, জামাল হোছাইন ও বেলাল উদ্দিন। উক্ত সভায় প্রবীণ শিক্ষক কামাল আহমদ, মৌলভী আবুল হোসেন ফেরদৌসী, শ্বেতলাল চন্দ্র দাশ, নিলুফার ইয়াছিম মুক্তা, কায়সার হেলাল, মনোয়ার হোসেন, নুরুল হোছাইন ভুট্টো, শাহ আজিজ, নুসরাত ফাতেমা, প্রবাল শর্মা, নুরুল আলম, মঈনুল হক, দেলোয়ার হোসেন মনজুর, আজিজা আক্তার, নাছির কামাল ও শাহিদুর রহমান খাঁন প্রমূখ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর আত্মা শান্তি ও দেশের মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Comment here