টেকনাফসারাদেশ

হ্নীলা ওয়াব্রাং গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট শুভ উদ্বোধন

মুহাম্মদ জাহাঙ্গীর আলম : জমকালো আয়োজনের মধ্যদিয়ে হ্নীলা ওয়াব্রাং ক্রীড়া পরিষদ কর্তৃক আয়োজিত আন্তঃ উখিয়া-টেকনাফ ওয়াব্রাং গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (২য় আসর) শুভ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী খেলায় হ্নীলা রংগী ইলাহী ফুটবল একাদশ এবং টেকনাফ বড় হাবিব পাড়া তরুণ প্রবাহ ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়।
জানা যায়, ১২ ফেব্রুয়ারী বিকাল ৪টায় উপজেলার হ্নীলা ওয়াব্রাং খেলার মাঠে ওয়াব্রাং ক্রীড়া পরিষদ কর্তৃক আয়োজিত ওয়াব্রাং গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন উপলক্ষ্যে একসভা ওয়াব্রাং ক্রীড়া পরিষদের সভাপতি শফিক তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক শহীদ সালাম মুছার পরিচালনায় উদ্বোধনী খেলার শুভ উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন টেকনাফ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাফর আহমদ। বিশেষ অতিথি ছিলেন টেকনাফ উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুব মোরশেদ, জেলা ক্রীড়া সংস্থার অর্থ সম্পাদক ফরহাদুজ্জামান ফরহাদ, উপজেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য আলী আকবর বাঘা, ইউনিয়ন ব্যাংক হ্নীলা শাখার ব্যবস্থাপক মোঃ হানিফ, টুর্ণামেন্টের প্রধান উপদেষ্টা ও হ্নীলা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সালাম, প্রভাষক আবুল কালাম আজাদ, মুমিনুর রহমান, টেকনাফ সদর ইউপির এনামুল হক মেম্বার, মোজাম্মেল হক মুন্সী, আব্দুল মজিদ, জমির উদ্দিন, নুরুল হোছঅইন, নুরুল আলম সওদাগর ও রিদুওয়ানুল ইসলাম রিপন। এতে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা আবুল কালাম আলম, টেকনাফ উপজেলা যুবলীগের সদস্য রেজাউল করিম রেজা, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি সরওয়ার আলম, হ্নীলা ইউনিয়ন যুবলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম প্রমূখ। উদ্বোধনী শেষে হ্নীলা রংগী ইলাহী ফুটবল একাদশ এবং টেকনাফ বড় হাবিব পাড়া তরুণ প্রবাহ ফুটবল একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। খেলার প্রথমার্ধ্বে উভয় দলের খেলোয়াড়েরা আক্রমণ-পাল্টা আক্রমন চালিয়ে খেলায় দারুন উত্তেজনার সৃষ্টি করলেও গোলের দেখা পায়নি। শেষ পর্যন্ত রেফারী লম্বা বাঁশি বাজিয়ে খেলার মধ্য বিরতি ঘোষনা করেন। মধ্য বিরতির দ্বিতীয়ার্ধ্বের খেলা শুরু হলে উভয় দলের খেলোয়াড়েরা আরো নৈপুণ্যময় খেলায় মেতে উঠে। কিন্তু দূভার্গ্যবশত কোন দলই গোল করতে পারেনি। অবশেষে রেফারী আব্দুল হান্নান মিরন লম্বা বাঁশি বাজিয়ে খেলার সমাপ্তি ঘোষণা করেন। ফলে এই টূর্ণামেন্টের উদ্বোধনী খেলা ড্রয়ের মাধ্যমে সমাপ্তি ঘটে। এতে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন হ্নীলা রংগী ইলাহী ফুটবল একাদশের ১০নং জার্সিধারী খেলোয়াড় জায়নুল ইসলাম ডানি। খেলায় প্রধান রেফরীর দায়িত্ব পালন করেন আব্দুল হান্নান মিরন, সহকারী রেফরী প্রণব বডুয়া, নাছির ও কানন কুমার কালা। খেলায় ধারা ভাষ্যকার ছিলেন আমিনুল ইসলাম, আবছার মাহমুদ ও নাসির উদ্দিন। ১৩ ফেব্রুয়ারী টেকনাফ শেখ জামাল ক্লাব বনাম কাঞ্জরপাড়া একাদশ বাহিনীর মধ্যে অনুষ্ঠিত হবে।

Comment here