টেকনাফ

হ্নীলা নাফমেরিট মাল্টিমিডিয়া স্কুলে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালিত

হ্নীলা নাফমেরিট মাল্টিমিডিয়া স্কুলে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালিত হয়েছে। ১৬ ডিসেম্বর সকালে মহান বিজয় দিবস উপলক্ষ্যে উপজেলার একমাত্র তথ্যপ্রযুক্তি সমৃদ্ধ শিক্ষা প্রতিষ্ঠান হ্নীলা নাফমেরিট মাল্টিমিডিয়া স্কুলে জাতীয় পতাকা উত্তোলন করেন স্কুলের ডিরেক্টর হোছাইন আহমদ মেম্বার,অভিভাবক তোফাইল আহমদ ও ডিরেক্টর শাহ এমরান। এরপর এক বিজয় র‌্যালী স্কুলের ডিরেক্টর হোছাইন আহমদ মেম্বার ও প্রিন্সিপাল মমতাজুল ইসলাম মনুর নেতৃত্বে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্কুলে এসে মিলিত হয়। এরপর এক আলোচনা সভা স্কুলের প্রিন্সিপাল মমতাজুল ইসলাম মনুর সভাপতিত্বে এবং শিক্ষক আব্দুল গফুরের পরিচালনায় অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন লেদা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাস্টার নজির আহমদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্কুলের অন্যতম উদ্যোক্তা আবদুর রহিম, সাঈদুল ইসলাম, আবদুল হক, শিক্ষক নুরুল ইসলাম, মোহাম্মদ আলম, হাসিনা সুলতানা, ইফফাত আচিয়া, হুমায়ুন পারভেজ প্রমুখ। সভায় বক্তারা মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদাৎ বরণকারী লাখো শহীদের প্রতি স্বশ্রদ্ধ সালাম জানিয়ে বিদেহী আতœার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Comment here