টেকনাফসারাদেশ

হ্নীলা বঙ্গবন্ধু ক্রিকেট চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধন:টেকনাফ শীলবনিয়া পাড়ার জয়

বার্তা পরিবেশক :
টেকনাফে আন্ত: উপজেলা হ্নীলা বঙ্গবন্ধু চ্যাম্পিয়ন্স ট্রফির শুভ উদ্বোধন করা হয়েছে। এতে উদ্বোধনী খেলায় টেকনাফ শীলবনিয়া পাড়া জয় লাভ করেছে।
৪ ফেব্রæয়ারী দুপুর পৌনে ১২টায় উপজেলার হ্নীলা হাইস্কুল মাঠে আন্ত: উপজেলা বঙ্গবন্ধু ক্রিকেট চ্যাম্পিয়ন্স ট্রফির শুভ উদ্বোধন উপলক্ষ্যে এক সভা টূর্ণামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক ও হ্নীলা হাইস্কুল পরিচালনা কমিটির সভাপতি মাহবুব মোরশেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। টূর্ণামেন্ট কমিটির সদস্য সিরাজুল ইসলাম কাজলের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন টেকনাফ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল আলম। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবরাং ইউপি চেয়ারম্যান নুর হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্নসাধারণ সম্পাদক সেলিম সিকদার, উপজেলা যুবলীগের যুগ্নসাধারণ সম্পাদক ফজলুল কবির, টেকনাফ পৌর যুবলীগের আহবায়ক তোয়াক্কুল হোসেন চৌধুরী, উপজেলা যুবলীগের প্রভাবশালী সদস্য মুহিবুর রহমান খোকন, মোস্তাক আহমদ,সহ-সম্পাদক নুরুল আলম নুরু, হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আমিন ফাহিম, ক্রীড়া ব্যক্তিত্ব মোক্তার আহমদ দল্লা প্রমুখ। এরপর অতিথিবৃন্দ অংশ-গ্রহণকারী উভয় দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। খেলার শুরুতে টস জিতে হ্নীলা দক্ষিণ সিকদার পাড়া আনন্দ ক্লাব জয় লাভ করে ব্যাটিংয়ের সিদ্বান্ত নেয়। নির্ধারিত ১৮ ওভারে ১৩১ রান করতে সক্ষম হয়। খেলার মধ্য বিরতির পর টেকনাফ শীলবনিয়া পাড়া ক্রিকেট একাদশ জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৬ ওভার ৫ বলে ৩ উইকেটের বিনিময়ে ১৩২ রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। খেলায় ব্যাটিংয়ে ৪৬ বলে ৭১ রান এবং বোলিংয়ে ৩ ওভারে ২ উইকেট নিয়ে বিজয়ী দলের মোঃ রাশেদ ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন সিরাজুল মোস্তফা সুনু, মুফিজুর রহমান কানন ও থার্ড আম্পায়ার সিরাজুল ইসলাম কাজল। উক্ত টূর্ণামেন্টে সার্বিক সহায়তায় রয়েছেন হ্নীলা একাডেমির সভাপতি আনোয়ারুল ইসলাম নয়ন।

Comment here