টেকনাফসারাদেশ

হ্নীলা মঈন উদ্দিন মেমোরিয়াল কলেজে জাতীয় শোক দিবস পালিত

ফরিদুল আলম, হ্নীলা:
জেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান হ্নীলা মঈন উদ্দিন মেমোরিয়াল কলেজে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে। ১৫আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সকাল সাড়ে ৮টায় কলেজে কোরানখানির আয়োজন করা হয়। সকাল ১০টায় কলেজ ক্যাম্পাসে জাতীয়,শোক ও একাডেমিক পতাকা উত্তোলন করা হয়। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে কালো ব্যাচ ধারণ করে এক শোকর‌্যালী বের হয়। র‌্যালী শেষে কলেজ হলরোমে আলোচনা সভা ও দোয়া মাহফিল ভারপ্রাপ্ত অধ্যক্ষ আ.ন.ম তৌহিদুল মাশেক তৌহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কলেজ ট্রাস্টি ও জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক এইচএম ইউনুছ বাঙ্গালী। বিশেষ অতিথি ছিলেন ট্রাস্টি কায়সার উদ্দিন আহমদ,ইব্রাহীম খলিল,জসিম উদ্দিন আহমদ এবং উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নজরুল ইসলাম খোকন। সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষিকা রাবেয়া বিনতে বাদশাহের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক কায়সার রশিদ,ইংরেজী বিভাগের প্রভাষক মঞ্জুর হোসেন, ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক শাহাব উদ্দিন,বাংলা বিভাগের প্রভাষক হাবিবুল কবির,রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষিকা তসলিমা আক্তার,ছাত্র আবু ছিদ্দিক আরমান,মোঃ আলম,মোঃ ইয়াহিয়া,পারভেজ মোশারফ,তাসলিমা,ছাত্রী তাহমিদা প্রমুখ। সভা শেষে ১৯৭৫সালের ১৫ই আগষ্ট ঘাতকদের হাতে নৃশংসভাবে নিহত বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের আতœার শান্তি কামনা করেন ট্রাস্টি মৌঃ শাকের আহমদ। এরপর বঙ্গবন্ধুর আতœজীবনীমূলক আলোচক চিত্র প্রদর্শন করা হয়।

Comment here