টেকনাফসারাদেশ

হ্নীলা সন্ত্রাসী হামলায় নিহত ব্যক্তির দাফন সম্পন্ন

এটিএন ফায়সাল, হ্নীলা:
টেকনাফের হ্নীলায় পারিবারিক বিরোধের জেরধরে সন্ত্রাসী হামলায় নিহত ৪সন্তানের জনককে পোস্ট মর্টেম শেষে জানাজার পর স্থানীয় গোরস্থানে দাফন করা হয়েছে।
২৪জুলাই বিকাল পৌনে ৬টায় হ্নীলা দরগাহ গোরস্থানে জানাজা শেষে পিতার কবরের পার্শ্বে নিহত ৪ সন্তানের জনক হেলাল উদ্দিনকে চিরনিদ্রায় শায়িত করা হয়। উল্লেখ্য,গত ২৩জুলাই বিকাল ২টারদিকে নিহতের বোন খতিজা ও বোন জামাই আব্দুল গফুরের মধ্যে পারিবারিক কলহের সৃষ্টি হয়। বিষয়টি বোন জামাই গফুরের খালা নাসিমাকে নালিশ করে। তখন মৃত আমির আলীর স্ত্রী নাসিমা তেলে-বেগুনে জ্বলে উঠে ছেলে মুন্না,ইউনুছ,ইউছুপ ও মেয়ে জামাই শাহ আলম,মেয়ে রোকেয়াসহ ১০/১২জন স্বশস্ত্র অবস্থায় ভাগিনা বউ খতিজার বাড়িতে গিয়ে তুমুল তর্কে জড়িয়ে পড়ে জামলার চেষ্টা চালায়। বাড়িতে থাকা খতিজার ভাই ফুলের ডেইলের মৃত আবুল কাশেমের পুত্র ও ৪ কন্যা সন্তানের জনক হেলাল উদ্দিন প্রকাশ পুতিয়া (৩৫) কি ব্যাপার জানতে চাইলেই ইয়াবা গডফাদার ইউনুছ ড্রাইভার লাঠির আঘাত করে অজ্ঞান অবস্থায় ফেলে রাখে। তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে টেকনাফ থানার পুলিশ হাসপাতাল হতে লাশটি উদ্ধার করে পোস্ট মর্টেমের জন্য মর্গে প্রেরণ করেন। পোস্টমর্টেম শেষে লাশ বিকাল ৪টায় বাড়িতে আনা হলে বাদের আছর স্থানীয় গোরস্থানে দাফন করা হয়। অতিদরিদ্র অসহায় পরিবারটি এখন কোন পথে এগুবে ভেবে কোন কূল-কিনারা পাচ্ছেনা।

Comment here