টেকনাফদৃষ্টিপাতসারাদেশ

হ্নীলা সূর্যের হাসি ক্লিনিকে নিরাপদ মাতৃত্ব সেবায় ঈমামদের ভূমিকা বিষয়ক সভা অনুষ্ঠিত

হুমায়ূন রশিদ : হ্নীলা সূর্যের হাসি ক্লিনিকে নিরাপদ মাতৃত্ব সেবা নিশ্চিতকরণে ক্যাচমেন্ট এলাকার স্থানীয় ঈমামদের ভূমিকা বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়, গত ২২ জুলাই বাদে জুহুর উপজেলার হ্নীলা মৌলভী বাজার এফডিএসআর পরিচালিত সূর্যের হাসি ক্লিনিকে নিরাপদ মাতৃত্ব সেবা নিশ্চিতকরণে ক্যাচমেন্ট এলাকার স্থানীয় ঈমামদের ভূমিকা বিষয়ে এক আলোচনা সভা গাউছিয়া সুন্নিয়া ক্যাডেট মাদ্রাসার সুপার মৌলানা মুহাম্মদ লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ক্লিনিক ম্যানেজার অজয় কুমার চৌধুরীর পরিচালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লিনিকের সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ শ্রীময় রায় রুমী।
আলোচনায় অংশ নেন দিঘীর পাড় জামে মসজিদের ইমাম মৌলানা বশির আহমদ, খারাংখালী বাজার ষ্টেশন জামে মসজিদের ঈমাম মৌলানা শাহ নেওয়াজ, আলী আকবর পাড়া জামে মসজিদের মৌলানা মোহাম্মদ আলী, দক্ষিন রোজারঘোনা জামে মসজিদের হাফেজ মোঃ মুজিব উল্লাহ, মরিচ্যাঘোনা জামে মসজিদের হাফেজ মোহাম্মদ মুশিউর রহমান, পশ্চিম রোজার ঘোনা জামে মসজিদের হাফেজ মৌলানা হাশেম, মোছনী পাড়া পুরাতন জামে মসজিদের মৌলানা মোহাম্মদ নিজাম উদ্দিন, গাউছিয়া জামে মসজিদের মৌলানা নুরুল মোস্তাফা, দক্ষিন পাড়া জামে মসজিদের হাফেজ জসিম উদ্দিন, জমিরিয়া জামে মসজিদের হাফেজ সৈয়দ নুর, হোয়াব্রাং জামে মসজিদের মৌলানা মোহাম্মদ আলম, মুসলিম পাড়া জামে মসজিদের মৌলানা মোঃ রমজান আলী, টেকনাফ ডেইল পাড়া জামে মসজিদের মৌলানা মোহাম্মদ জানে আলম, পূর্ব মহেষখালীয়া পাড়া জামে মসজিদের মৌলানা নুরুল হোসেন, মৌলানা মোহাম্মদ ইব্রাহিম, হোয়াব্রাং রাস্তার মাথা জামে মসজিদের মৌলানা মোহাম্মদ ইব্রাহীম প্রমুখ।
সভায় পরিবার পরিকল্পনা ও নিরাপদ মাতৃত্বের উপর বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়। ঘরে বা বাড়ি ভিত্তিক প্রসবের হার দিন দিন বৃদ্ধি পাওয়ায় নিরাপদ মাতৃত্ব¡ ভয়ানক রূপ ধারণ করতে পারে বলে আশংকা প্রকাশ করে স্থানীয় ঈমামদের এই ব্যাপারে বিশেষ দৃষ্টি রাখার আহবান জানানো হয়। এই লক্ষ্যে মসজিদ ভিত্তিক গনপ্রচার ও জুমার দিনে বিশেষ খুৎবা পাঠের সময় এলাকাবাসীর দৃষ্টি আকর্ষণের পাশাপাশি নবজাতক ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় জন্মবিরতির উপর পরিবার পরিকল্পনাকে বিশেষভাবে গুরুত্ব দেওয়ার আহবান জানানো হয়। গর্ভধারিণী মায়েরা গর্ভকালীন সময় যাতে সঞ্চয়ী মনোভাবাপন্ন হয় সেই বিষয়ে মায়ের ব্যাংকের উপর গুরুত্ব দেওয়ার আহবান জানিয়ে উপস্থিত ঈমামদের হাতে মায়ের ব্যাংক তুলে দেওয়া হয়। শেষে ক্লিনিক ম্যানেজার মাতু মৃত্যু ও শিশু মৃত্যুরোধ, প্রাতিষ্ঠানিক প্রসব সেবা নিশ্চিত ও পরিবার পরিকল্পনা সেবা বৃদ্ধিতে উপস্থিত ইমামসহ সর্বস্তরের মানুষের সহায়তা কামনা করা হয়।

Comment here