টেকনাফ

হ্নীলা-হোয়াইক্যংয়ে ইটভাটা ও দোকানে জরিমানা

জসিম উদ্দিন টিপু : ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে হ্নীলা-হোয়াইক্যংয়ে আরো এক ব্রিকফিল্ডসহ দুই দোকানকে নগদ টাকা জরিমানা করেছে।
৩ ডিসেম্বর দুপুর ২টায় টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রণয় চাকমা উপজেলার হোয়াইক্যং মেসার্স এসএন ব্রিকস (সালমান ট্রেডিং পরিচালিত) ইট ভাটায় অভিযান চালিয়ে বৈধ কাগজ-পত্র না থাকার কারণে ১০হাজার টাকা জরিমানা করেন। বিকাল পৌনে ৪টারদিকে হ্নীলা বাসষ্টেশনের মোঃ দেলোয়ার ষ্টোর ও সেলিম ব্রাদার্সে অভিযান চালিয়ে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর পণ্য রাখায় ভোক্তাধিকার আইনে প্রত্যেককে ১০হাজার টাকা করে জরিমানা করেন। শিশু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর রং মিশ্রিত ও মেয়াদোত্তীর্ণ নাস্তা সামগ্রী জব্দ করে জনসম্মুখে ধ্বংস করেন। এই ব্যাপারে নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রণয় চাকমা সাংবাদিকদের জানান, টেকনাফে বিক্ষিপ্তভাবে পরিচালিত ইট ভাটা ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর পণ্যের দোকানে শীঘ্রই বড় ধরনের অভিযান পরিচালনা করা হবে।

Comment here