টেকনাফসারাদেশ

হ্নীলা-হোয়াইক্যংয়ে পৃথকভাবে শিশুসহ দু‘রোহিঙ্গার মৃত্যু

বিশেষ প্রতিবেদক : হোয়াইক্যংয়ে শরণার্থী ক্যাম্পে পায়খানার গর্তে ডুবে এবং হ্নীলায় অটোরিক্সা চার্জিংয়ের সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পৃথক দূঘর্টনায় রোহিঙ্গা শিশুসহ দুই রোহিঙ্গার মৃত্যু ঘটেছে।
জানা যায়, ২৬ জুলাই দুপুর ১২টারদিকে উপজেলার ঊনছিপ্রাং পুঁটিবনিয়া ক্যাম্পের বি-বøকের রোম নং-৩৫৭ রোমের বাসিন্দা সর্দার হোসেনের মেয়ে শহিনা আক্তার (২) এনজিও সংস্থা ব্র্যাক কর্তৃক নির্মিতব্য পায়খানার জন্য সৃজিত গর্তের জমানো পানিতে ডুবে মারা যায়। স্বজনেরা তার ভাসমান লাশ উদ্ধার করে দাফনের প্রস্তুতি নিচ্ছে। অপরদিকে বিকাল ৩টারদিকে হ্নীলা বাসষ্টেশনের উত্তর পাশের্^ দেলোয়ার হোছন প্রকাশ সোনা মিয়ার অটোরিক্সা গ্যারেজে রিক্সা চার্জিংয়ের সময় স্থানীয় উত্তরের বিলে ভাড়াবাসায় অবস্থান নেওয়া মিয়ানমারের বলী বাজারের মৃত হোছন আহমদের পুত্র রিক্সা চালক রোহিঙ্গা রশিদ আহমদ প্রকাশ রইশ্যা (৩৮) বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অজ্ঞান হয়ে পড়ে। তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের নিকট নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। তাকে বাড়িতে নিয়ে দাফনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তার সংসারে স্ত্রী, ২ মেয়ে ও ১ ছেলে রয়েছে।

Comment here