টেকনাফরোহিঙ্গা সমাচার

১৪ টি অস্ত্র, ৪৮৬ রাউন্ড গোলাবারুদ ও মাদক উদ্ধার : টেকনাফে ৬ রোহিঙ্গা ডাকাত আটক করেছে কোস্ট গার্ড

১৪ টি অস্ত্র, ৪৮৬ রাউন্ড গোলাবারুদ ও মাদক উদ্ধার :
টেকনাফে ৬ রোহিঙ্গা ডাকাত আটক করেছে কোস্ট গার্ড

টেকনাফ প্রতিনিধি :

টেকনাফে অভিযান চালিয়ে ১৪ টি অস্ত্র, ৪৮৬ রাউন্ড গোলাবারুদ ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে কোস্ট গার্ড সদস্যরা।
টেকনাফের হ্নীলা রঙ্গীখালী এলাকার নাফ নদীতে অবস্থিত শুঁয়া”র দ্বীপে (শলাকা আ খড়)
২ জানুয়ারি সোমবার দুপুর ১ টা থেকে রাত ১০ টা পর্যন্ত দীর্ঘ ৯ ঘন্টার শ্বাসরুদ্ধকর এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃত কক্সবাজারের উখিয়া থাইংখালী ১৩ নং ক্যাম্পের হোসেন আহমেদের ছেলে মোঃ ইব্রাহিম (২৩),
সুলতান আহমেদের ছেলে মোঃ আরিফ (৩৩),
নূর হাকিমের ছেলে মোঃ মাহমুদুর রহমান (১৮)
টেকনাফের উনচিপ্রাং ২২ নং ক্যাম্পের
নুরুল ইসলামের ছেলে মোঃ আমিন (৩৩),
পিতাঃ হাশেমের ছেলে মোঃ কানিজ (২৪) ও উখিয়া বালুখালী ১৪ নং ক্যাম্পের সৈয়দ আহমেদের ছেলে মোঃ নবী হোসেন (২৮)। আটক ৬ জন ডাকাত বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিক (এফডিএমএন) বা রোহিঙ্গা বলে জানান কোস্ট গার্ড।
কোস্ট গার্ডদের মিডিয়া কর্মকর্তা লে: কমান্ডার বিএন আব্দুর রহমান জানান,
শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদীর মোহনায় ফিশিং বোটে ডাকাতির প্রস্তুতির সংবাদ পেয়ে কোস্ট গার্ড” র সেন্টমার্টিন স্টেশন কমান্ডার লে: হারুন অর রশিদের নেতৃত্বে কোস্ট গার্ড
সদস্যরা সোমবার দুপুর ১ টায় বিশেষ অভিযান পরিচালনা করেন৷ এক পর্যায়ে ডাকাত দল তাদের বোটটি সহ নাফ নদী দিয়ে টেকনাফের দিকে অগ্রসর হতে থাকে। এ সময়ে কোস্ট গার্ড টেকনাফ স্টেশন কমান্ডার লে: কমান্ডার মোহাম্মদ মহিউদ্দিন জামান ও সেন্টমার্টিন স্টেশন কমান্ডার লে: হারুন অর রশিদের নেতৃত্বে দুটি আভিযানিক টিমের যৌথ ধাওয়ায় ডাকাত দলের সদস্যরা বোট থেকে নেমে হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী সংলগ্ন নাফনদীতে অবস্হিত শুয়াঁর দ্বীপের বনে লুকিয়ে যায়। পরবর্তী সময়ে দ্বীপের চারপাশে তল্লাশী অভিযান চালিয়ে ৬ জন ডাকাত ও বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধার করেছে। এসব অস্ত্রের মধ্যে বিদেশি পিস্তল ২ টি, একনলা বন্দুক ৩ টি, এলজি ২ টি, শর্ট গান ১ টি,দেশি পিস্তল ৬ টি, পিস্তলের ম্যাগাজিন ৪ টি, তাজা গোলা ৪৫০ রাউন্ড , ফাঁকা গোলা ৩৬ রাউন্ড, রামদা ৪ টি, ডাকাতি কাজে ব্যবহৃত (সেনা বাহিনী সদৃশ) পোষাক ৭ টি, হ্যান্ডকাফ ১ ট। এ ছাড়া ১ টি ল্যান্ড ফোন, বাটন মোবাইল ৪ টি, ২০ হাজার পিস ইয়াবা, ২১ বোতল মদ ও ৫৫১ ক্যান বিয়ারও উদ্ধার করা হয় এ অভিযানে। ৩ জানুয়ারি মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ড টেকনাফ স্টেশনে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ স্টেশন কমান্ডার লে: কমান্ডার মোহাম্মদ মহিউদ্দিন জামান। তিনি এ বিষয়ে টেকনাফ মডেল থানায় মামলা রুজু করা হবে বলেও জানান।

Comment here