টেকনাফসংস্কৃতি

১ লা বৈশাখে টেকনাফ


টেকনাফ প্রতিনিধি\
টেকনাফে উৎসাহ উদ্দীপনায় ১ লা বৈশাখ উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন বিভিন্ন কর্মসুচী পালন করে।
উপজেলা প্রশাসন : সকাল ৭ টায় উপজেলা পরিষদ চত্বরে মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। টেকনাফ উপজেলা নিবার্হী কর্মকর্তা মো: রবিউল হাসানের নেতৃত্বে পান্তা-ইলিশের আয়োজন চলে এখানে।
টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রাত্তন ছাত্র পরিষদ :
“নব আনন্দে জাগো আজি নব রবি কিরণে শুভ্র সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে” শ্লোগানে টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রাত্তন ছাত্র পরিষদের উদ্যোগে বাংলা নববর্ষ- ১৪২৫ বরণ করা হয়েছে। এ উপলক্ষে ১৪ এপ্রিল শনিবার পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আলোচনা সভা আহবায়ক জাবেদ ইকবাল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও প্রক্তন ছাত্র আলহাজ্ব নুরুল বশর, মীর কাসেম, মো: ইউসূফ মনু, রাশেদুল করিম মার্কিন, গুরা মিয়া, হাম জালাল, ছৈয়দ আলম, কায়সার পারভেজ চৌধুরী, মো: ফেরদাউস হেলাল, রেজাউল করিম শরীফ, শাহ আলম, নুরুল কবির, ফরহাদুজ্জামান, মো: আলম , ইউসুফ ভুট্টো, নুরুল আমিন, মো: ফেরদাউস, আমান উল্লাহ কবির, রেজাউল করিম মানিক, আব্দু শুক্কুর প্রমুখ। আলোচনা শেষে বাঙ্গালী মেজবানের আয়োজন করা হয়।
২ বিজিবি ব্যাটলিয়ন:
টেকনাফ বর্ডার গার্ড পাবলিক স্কুল মাঠে ১ লা বৈশাখ উপলক্ষে নাগর দোলা, বৈশাখী মেলার আয়োজন করা হয়। মেলায় আলোচনা সভাও সাংস্তুতিক অনুষ্ঠান সন্ধ্যা গড়িয়ে রাত পর্যন্ত চলে। ২ বিজিবি ব্যাটলিয়ন কমান্ডার লে. কর্নেল আছাদুদ জামান চৌধুরীর নেতৃত্বে মেলায় শত শত নারী পুরুষ ও শিশুরা আনন্দ উপভোগ করেন।
সাবরাং উচ্চ বিদ্যালয় :

   সাবরাং উচ্চ বিদ্যালয় মাঠে বসে বৈশাখী মেলা ও বলী খেলা। সকাল থেকে মেলায় গ্রামের বৃদ্ধ-শিশু, ছাত্রছাত্রীরা অংশ নেন। বিকালে গ্রামীন বলী খেলা অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের ছাত্ররাও অংশ নেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজদ্দৌলার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা পরিষদ সদস্য আলহাজ্ব শফিক মিয়া, বিশেষ অতিথি ছিলেন সাবরাং ইউপি চেয়ারম্যান নুর হোসেন।
এ ছাড়া হোয়াইক্যং, হ্নীলা, বাহারছড়া, শাহপরীরদ্বীপ ও সেন্টমার্টিন্সে ১ লা বৈশাখ পালিত হয়।

Comment here