টেকনাফরোহিঙ্গা সমাচার

২০১৮ সালের প্রথম দিন : রোহিঙ্গা অনুপ্রবেশ শূণ্য! বায়োমেট্রিক নিবন্ধিত হলো ১৫৫৮ মিয়ানমার নাগরিক

টেকনাফ  প্রতিনিধি\
২০১৮ সালের প্রথম দিন ১৫৫৮ জন মিয়ানমার নাগরিক বায়োমেট্রিক নিবন্ধন সম্পন্ন করেছে। টেকনাফসহ ১২ টি অস্থায়ী কেন্দ্রে আশ্রয় নেওয়া মিয়ানমার নাগরিকদের সরকারি ব্যবস্থাপনায় ৭ টি নিবন্ধন কেন্দ্রের মাধ্যমে পাসপোর্ট অধিদপ্তর এ নিবন্ধন কাজ বাস্তবায়ন করছে।
জানা যায়, ১ জানুয়ারি সোমবার টেকনাফ নোয়াপাড়া ক্যাম্পে ২ শত ৩৭ জন, ঊনচিপ্রাং ক্যাম্পে ৪৪ জন, উখিয়া কুতুপালং (১) ক্যা¤েপ ১ শত ৫৫ জন, কুতুপালং (২) ক্যাম্পে ৩ শত ২০ জন, থাইংখালী (১) ক্যাম্পে ২ শত ৯৭ জন, থাইংখালী (২) ক্যাম্পে ৬৪ জন, বালুখালী ক্যাম্পে ৪ শত ৪১ জনসহ ১ হাজার ৫ শত ৫৮ জনের জনের বায়োমেট্রিক নিবন্ধন সম্পন্ন করা হয়েছে।
ফলে এ পর্যন্ত বাংলাদেশে আশ্রয় নেওয়া বায়োমেট্রিক নিবন্ধিত মিয়ানমার নাগরিকের সংখ্যা ৯ লক্ষ ৩২ হাজার ৭ শত ৪৭ জন।
কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্য্যালয়ের (আর.আর.আর.সি) তথ্যমতে গত ২০১৭ সালের ২৫ আগস্ট’র পর হতে এ পর্যন্ত বাংলাদেশে অনুপ্রবেশকারী মিয়ানমার নাগরিক সংখ্যা ৬ লাখ ৭২ হাজার ৭ জন ।
অনুপ্রবেশ শূণ্য!
টেকনাফের শাহপরীরদ্বীপ সীমান্ত দিয়ে বিদায়ী ২০১৭ সালের শেষ দিনে ২২ জন রোহিঙ্গা অনুপ্রবেশ করলেও বছরের শুরুর দিন ছিলো অনুপ্রবেশ শূণ্য। সাবরাং খারিয়া খালী ত্রাণ পয়েন্টে নিয়োজিত টেকনাফ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আলমগীর কবির জানিয়েছেন, আগের দিন এখানে নতুন ২২ জন রোহিঙ্গা অনুপ্রবেশে করেছিলো তবে নতুন বছরের শুরুর দিন এ কেন্দ্রে রোহিঙ্গা অনুপ্রবেশের তথ্য পাওয়া যায় নি। তাই ধরে নেওয়া যায় এ দিন রোহিঙ্গা অনুপ্রবেশ শূন্য।

Comment here