নিজস্ব প্রতিনিধি:টেকনাফে উন্নয়ন মেলা ২০১৭ শেষদিনে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর মৃত্যু দাীর চেক হস্তান্তর করা হয়েছে। টেকনাফ উপজেলা চত্বরে আয়োজিত উন্নয়ন মেলায় টেকনাফ অফিসের ইনচার্জ হাফেজ আবদুল করিমের সভাপতিত্বে মাওঃ ফরিদুল আলমের কোরআন তেলাওয়াতের মাধ্যমে(১১জানুয়ারী) বুধবার দুপুর ১২টায় টেকনাফ অফিসের গ্রাহক মরহুমা ছুরা খাতুনের এর মৃত্যু দাবী চেক হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম ইন্সুরেন্স কোম্পানীর এ,এমডি আনিসুর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইভিপি ও ক´বাজা জোন- ইনচার্জ শাহাদাত হোসেন ছিদ্দীকি,উপজেলা একাডেমিক সুপার ভাইজার নুরুল আবছার, সমবায় অফিসার শামসুল আলম কুতুবী,শিশু ও মহিলা বিষয়ক কর্মকর্তা আলমগীর কবির, সমাজ সেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ, এসভিপি মুসা কলিম ইল্লাহ,ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর টেকনাফ জোন ইনচার্জ সাংবাদিক সাইফুল ইসলাম সাইফী, উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক মোঃ আশেকুল্লাহ ফারুকী,টেকনাফ নিউজ ৭১ ড়টকম’র সম্পাদক ও প্রকাশক নুর হাকিম আনোয়ার,মুহাম্মদ জুবাইর ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর মোঃ হাসান প্রমুখ। জানা যায় কোম্পানীর তাবাররু তহবিল থেকে নিয়মানুযায়ী নমিনির টাকার চেক প্রদান করা হয়। মরহুমা ছুরা খাতুনের মেয়ে ফাতেমা খাতুন চেক গ্রহনের পর এক প্রতিক্রিয়ায় বলেন আমরা বড় অসহায় ছিলাম। আমার তেমন কিছু নেই। আমার আম্মা এই কোম্পানীতে একটি বীমা একাউন্ট খোলার কারনে আজ আমরা এই অর্থ নিয়ে নিজের পায়ে দাঁড়াতে পারব বলে আশা করছি। ভিক্ষা না করে অন্তত নিজের পরিবারের সদস্যদের সাময়িক প্রয়োজন মিটাতে পারব। চেকটি পেয়ে আজ এই অসহায় সময়ে নিজকে ধন্য মনে হচ্ছে। চেক হস্তান্তর অনুষ্ঠানের আলোচনায় বক্তাগণ বলেন দেশের সেরা বীমা কোম্পানী প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড টেকনাফ থেকে তেতুলিয়া গ্রাহকের আমানত ও আস্থা অর্জনে সক্ষম হয়েছে। মেয়াদপূর্তীতে লাভসহ প্রচুর সুবিধা পেয়ে গ্রাহকরা নতুনভাবে পলিসি গ্রহনই প্রমান করে বীমা শীল্পে প্রাইম সফল। এসময় বক্তারা আরো বলেন সুদিনের সঞœয় দুর্দিনের হাসি হিসাবে অত্র কোম্পানী তার গ্রাহকের মনোনিত নমিনীর নিকট চেক হস্তান্তর করছে। হ্নীলা অফিসের মুহিবুররহমান খানের পরিচালনায় অনুষ্টিত সভায় সর্বস্থরের মাঠকর্মী,গ্রাহক ও শুভানুধ্যায়ী, প্রাইম,ফারইষ্ট, প্রগতি লাইফ ইন্সুরেন্স কোম্পানীর কর্মকর্তা গণ উপস্থিত ছিলেন। ছুরা খাতুনের নমীনি স্বামী নাজির হেসেন ৩২ হাজার,ছেলে ফিরুজ মিয়া ৫৪হাজার,মেয়ে ফাতেমা খাতুন ৩৪হাজার টাকার চেক প্রদান অতিথির কাছ থেকে গ্রহন করেন। ইল্লেখ্য মরহুমার ৩টি পলিসির অনুকুলে তার মনোনিত নমিনীর নিকট মৃত্যু দাবীর চেক প্রদান করা হয়।
টেকনাফে উন্নয়ন মেলায় প্রাইম ইন্সুরেন্স কোং এর মৃত্যু দাবীর চেক হস্তান্তর
জানুয়ারি ১১, ২০১৭0

Related Articles
নভেম্বর ১, ২০১৬0
টেকনাফে জেলে পরিবারে ভিজিএফ চাল বিতরণ শুরু
টেকনাফ ভিশন ডেস্ক :
টেকনাফে জেলে পরিবারের মাঝে খাদ্য সহায়তা (ভিজিএফ) চাল বিতরণ করা হয়েছে। জেলে পরিচয় পত্র প্রদান প্রকল্পের আওতায় উপজেলা মৎস্য অধিদপ্তর উদ্যোগে ১ নভেম্বর মঙ্গলবার সকালে ৬৬৯ টি পরিবারে
Read More
জুলাই ২৪, ২০১৭0
হ্নীলা সন্ত্রাসী হামলায় নিহত ব্যক্তির দাফন সম্পন্ন
এটিএন ফায়সাল, হ্নীলা:
টেকনাফের হ্নীলায় পারিবারিক বিরোধের জেরধরে সন্ত্রাসী হামলায় নিহত ৪সন্তানের জনককে পোস্ট মর্টেম শেষে জানাজার পর স্থানীয় গোরস্থানে দাফন করা হয়েছে।
২৪জুলাই বিকাল পৌনে ৬টায় হ্নীলা দর
Read More
ফেব্রুয়ারি ১০, ২০১৮0
হ্নীলায় ইমাম হানিফা (রাঃ) দাখিল মাদ্রাসার বার্ষিক সভা অনুষ্ঠিত
মুহাম্মদ জাহাঙ্গীর আলম / সাদ্দাম হোসাইন : টেকনাফের ব্যতিক্রমধর্মী বিদ্যাপীঠ হ্নীলায় ঈমাম আবু হানিফা (রাঃ) দাখিল মাদ্রাসার ১৩তম বার্ষিক সভা ও কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদানোত্তর সভায় বক্তারা বলেন,অজ
Read More
Comment here