টেকনাফে সামাজিক বনায়নের জমি দখল করে গড়ে তোলা ১০টি বসত ঘর উচ্ছেদ করে দিয়েছে বনবিভাগ। ১৭ মে বুধবার সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত টেকনাফ পৌরসভার ১ নং ওর্য়াড এলাকার নুর আহমদের ঘোনা নামক সামাজিক বনায়নের জমিতে টেকনাফ বন রেঞ্জ কর্মকর্তা তাপস কুমার দেবের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। টেকনাফ বনবিট কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেন জানান, কয়েকজন বনবিট কর্মকর্তা, সামাজিক বনায়নের অংশিদার ও বন সংরক্ষণ দলের সদস্যরা সকাল থেকে সরকারী বনভ’মি দখলকারী ১০টি রোহিঙ্গা পরিবারের বসত ঘর উচ্ছেদ করে। তিনি আরো জানান আনোয়ার নামের জনৈক বাংলাদেশী দখলদার এসব বসতি তৈরী করে রোহিঙ্গা পরিবার গুলোকে ভাড়া দিয়ে আসছিলো। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হচেছ বলেও জানান তিনি।
টেকনাফে সামাজিক বনায়ন দখলকারী ১০টি রোহিঙ্গা পরিবার উচ্ছেদ

Comment here