জাবেদ ইকবাল চৌধুরী , টেকনাফ ভিশন ডটকম :
টেকনাফ বন্দর সংলগ্ন খাল হতে ২৮৮ ক্যান বিয়ার জব্দ করেছে কোস্ট গার্ড। গত বুধবার (২৫ জানুয়ারি) রাত সাড়ে ৭ টার সময় বাংলাদেশ কোস্ট গার্ড পূর্বজোনের অধীনস্থ সিজি স্টেশন টেকনাফ’র একটি টহল দল এসব জব্দ করে। কোস্ট গার্ড পূর্ব জোনাল কমান্ডের কর্মকর্তা লেঃ কমান্ডার (বিএন) ওমর ফারুক জানান, নিয়মিত টহল প্রদনের সময় খালের পাশ দিয়ে দুইজন লোককে দুইটি বস্তা কাধে নিয়ে যেতে দেখে সন্দেহ হলে তাদেরকে থামতে বললে তারা দৌড়ে পালানোর চেষ্টাকরে। তখন কোস্টগার্ড সদস্যরা বোট নিয়ে খালের কিনারায় এসে তাদেরকে তাড়া করে। এক পর্যায়ে আবস্থা বেগতিক দেখে লোকদুটি কাধের বস্তাদুটি ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বস্তাদুটি তল্লাশী করে ২৮৮ ক্যান বিয়ার জব্দ করা হয়। জব্দকৃত বিয়ারের আনুমানিক বাজার মূল্য এক লক্ষ চুয়ল্লিশ হাজার টাকা।
জব্দ করা এসব বিয়ার মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের নিকট হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।
টেকনাফে ২৮৮ ক্যান বিদেশী বিয়ার জব্দ করেছে কোস্ট র্গাড

Comment here