টেকনাফ ভিশন ডেস্ক :
বাংলাদেশ আওয়ামী টেকনাফ উপজেলা শাখার মটর চালক লীগের ১১সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
সুত্র জানায়-গত ২৮জানুয়ারী বাংলাদেশ আওয়ামী মটর চালক লীগ কক্সবাজার জেলা শাখার সভাপতি এম দিদারুল আলম দিদার ও সাধারণ সম্পাদক আক্তার হোছন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় টেকনাফ উপজেলায় অত্র সংগঠনের কার্যক্রম জোরদার করার লক্ষ্যে জাফর আলমকে আহবায়ক,মোঃ আব্দুর রহিমকে যুগ্নআহবায়ক এবং মফিজুর রহমান,সৈয়দুর রহমান, আব্দুল্লাহ,সৈয়দ আলম কালু,রুস্তম আলী,জহির আলম,মোহাম্মদ হোছাইন,মোহাম্মদ শাকের ও মোঃ ইসমাঈলকে কার্যকরী সদস্য করে টেকনাফ উপজেলা আওয়ামী মটর চালক লীগের কমিটি অনুমোদন দেওয়া হয়। নবনির্বাচিত মটর চালক নেতৃবৃন্দরা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আওয়ামী পরিবারের সকলের সহায়তা কামনা করেছেন।
টেকনাফ উপজেলা আওয়ামী মটর চালক লীগের কমিটি অনুমোদন : জাফর আহবায়ক –রহিম যুগ্ম আহবায়ক

Comment here