বিশেষ প্রতিবেদক :

মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের সার্বিক অবস্থা পর্যবেক্ষণের জন্য রোববার রাতে ঢাকায় এসেছেন জাতিসংঘের বিশেষ দূত র্যাপোর্টিয়ার ইয়াংহি লি।
পাঁচ দিনের সরকারি সফরে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের পাশাপাশি সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন তিনি।
সূত্রে জানা গেছে, বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের ওপর একটি প্রতিবেদন তৈরি করতে চায় জাতিসংঘ। এখানকার পরিস্থিতি তুলে ধরে সমস্যা সমাধানে সুপারিশও করবে সংস্থাটি।
সূত্র জানায়, ইয়াংহি লি ঢাকায় আসার পরে কক্সবাজারে যাবেন। সেখানে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। এরপর ঢাকায় এসে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করবেন তিনি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব এম শহীদুল হকের সঙ্গেও বৈঠক হতে পারে। এ ছাড়া রোহিঙ্গা ক্যাম্প সরিয়ে নেওয়ার বিষয়েও বিস্তারিত জানবেন ইয়াংহি লি।
এর আগে ১০ থেকে ২১ জানুয়ারি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত ইয়াংহি লি মিয়ানমার সফর করে মিয়ানমারে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন পেশ করেন।
Comment here