টেকনাফ ভিশন ডেস্ক:বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু এবং চেয়ারপারসনের বিশেষ সহকারি শামসুর রহমান শিমুল বিশ্বাসহ ২০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।রাজধানীর মিরপুর থানায় করা নাশকতার মামলায় সোমবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা মামলার অভিযোগপত্র আমলে নিয়ে পলাতকদের বিরুদ্ধে এ পরোয়ানা জারি করেন।
মামলায় ৩৬ আসামি রয়েছে। আসামিদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া,আমানউল্লাহ আমানসহ ১৬ জন জামিনে আছেন।মামলার অভিযোগ থেকে জানা যায়,২০১৫ সালের ১৯ মার্চ মিরপুর থানা এলাকায় নাশকতার অভিযোগে একই থানার উপ-পরিদর্শক রাজিব আহমেদ বাদী হয়ে মামলাটি করেন।
মামলাটি তদন্ত করে ২০১৬ সালের ৭ আগস্ট মিরপুর থানার উপপরিদর্শক আরিফুর রহমান ৩৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
বিএনপির ভাইস চেয়ারম্যান বুলুসহ ২০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

Comment here