মুহাম্মদ জুবাইর, টেকনাফ:
টেকনাফ সদর ইউনিয়নের জামিয়া এমদাদিয়া লেঙ্গুরবিল(বড় মাদ্রাসা)এর মুহাতামিম আলহাজ্ব মাওঃ আবদুল কাদের সাহেব (৮৭)আর নেই (ইন্নালিল্লাহি….রাজেউন)।তিনি ১৪জানুয়ারী রাত ৯.টায় সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যু কালে ৭পুত্র, ৪কন্যা, ছাত্র ভক্ত সহ অসংখ্য গুন গ্রাহী রেখে যান। তার ইন্তেকালে সর্বত্রে শোকের ছায়া নেমে এসছে।উল্লেখ্য তিনি দীর্ঘ ৫১বছর অত্র মাদ্রাসার প্রধান পরিচালক(মুহতামিম)এর দায়িত্ব পালন করে আসছেন।সে দক্ষিন লম্বরী এলাকার মুতু ফয়জুর রহমানের এক মাত্র পুত্র।আজ ১৫জানুয়ারী রবিবার বিকাল ২টায় মাদ্রাসা মাঠে নামাজে জানাযা অনুষ্টিত হবে।
লেঙ্গুরবিল বড় মাদ্রাসার মুহতামিম মাওঃ আবদুল কাদের আর নেই : বিকাল২টায় জানাযা

Comment here