হেলাল উদ্দিন:হ্নীলায় মাদ্রাসা নেজামিয়া ইসলামিয়ার হেফজখানার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। জানা যায়-১৩ জানুয়ারী বিকাল ২টায় উপজেলার হ্নীলা আলী আকবর পাড়া মাদ্রাসা নেজামিয়া ইসলামিয়া হেফজখানার শুভ উদ্বোধন উপলক্ষে একসভা মোচনী বিদ্যাপীটের অধ্যক্ষ মাষ্টার খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।এতে উদ্বোধক ছিলেন হ্নীলা আল জামেয়া দারুস সুন্নাহ মাদ্রাসার হেফজ বিভাগের পরিচালক হাফেজ মৌলানা শব্বির আহমদ। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ব্যাংক কেন্দ্রীয় কার্যালয়ের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ আলম (এলএলবি)। বিশেষ অতিথি ছিলেন জমিরিয়া দারুল কোরআন সিনিয়র মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা ফেরদৌস আহমদ জমিরী,বিশিষ্ট শিক্ষানুরাগী অধ্যাপক জহির আহমদ,১নং ওয়ার্ড মেম্বার বশির আহমদ,মীর মোহাম্মদ আমিন,উপজেলা পরিষদ চেয়ারম্যান সি/এ ছৈয়দ হোছাইন মামুন। স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা কমিটির সেক্রেটারী মাষ্টার ছিদ্দিক আহমদ (বিএসসি)। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গাউছিয়া মাদ্রাসার সুপার মাওলানা লিয়াকত আলী আল কাদেরী, সাংবাদিক মুহাম্মদ ছলাহ উদ্দিন,সমাজসেবক মোঃ আমিন,হাসান আলী টিটু,হাফেজ মুজিবুল্লাহ কাদেরী,জাফর আলম,নুরুল আমিন ও নুরুল হোসাইন প্রমুখ। সভা শেষে উক্ত মাদ্রাসার হেফজ বিভাগের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন হ্নীলা আল জামেয়া দারুস সুন্নাহ মাদ্রাসার হেফজ বিভাগের পরিচালক হাফেজ মৌলানা শব্বির আহমদ। এরপর এই প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন ও দেশ এবং জাতির মঙ্গল কামনা করেন বিশেষ মোনাজাত করা হয়। ###
হ্নীলায় মাদ্রাসা নেজামিয়া ইসলামিয়া হেফজখানার উদ্বোধন
জানুয়ারি ১৩, ২০১৭0

Related Articles
ডিসেম্বর ২২, ২০১৬0
তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আসছেন শুক্রবার : সেন্টমাটির্ন্সে ডিজিটাল অবকাঠামো নিমার্ণের জন্য সাইট পরিদর্শন
কক্সবাজার প্রতিনিধি :
টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রনালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি দু’দিনের সরকারী সফরে সেন্টমার্টিন্স আসছেন। তিনি ২৩ ডিসেম্বর শক্রবার সেন্টমার্টন্স পৌঁছ
Read More
অক্টোবর ২৪, ২০২০0
নিরাপত্তাহীনতায় ভোগছে দাবী হ্নীলার হাজী সিদ্দিক আহাম্মদের পরিবার!
নিজস্ব সংবাদদাতা
টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কোনার পাড়ার সম্ভ্রান্ত সিদ্দিক হাজী পরিবারের সদস্যরা আতঙ্কে দিন রাত কাটাচ্ছেন বলে অভিযোগ করেছেন। তাহাদের পরিবারের বড় কর্তা জানিয়েছে, রাষ
Read More
অক্টোবর ১৮, ২০১৬0
টেকনাফ বিএনপি হ-য-ব-র-ল অবস্থায়:হতাশ তৃণমূল নেতাকর্মীরা
এম আবদুল হক,হ্নীলা:দেশের সর্বদক্ষিণ উপজেলা টেকনাফে বিএনপির হ-য-ব-র-ল অবস্থায় বিরাজ করছে। ফলে দিন দিন সাংগঠনিক কাঠামো ধীরগতি হয়ে পড়ছে। সিদ্বান্তহীনতা,নেতৃত্ব নির্বাচনে ভূল সিদ্বান্ত ইত্যাদি কারণে আজকে
Read More
Comment here