হেলাল উদ্দীন:
ইনশাআল্লাহু তা’আলা কক্সবাজার ইসলামিক রিসার্চ সেন্টার সমিতি পাড়ায় অনুষ্ঠিতব্য ১২ তম বার্ষিক মাহফিলে অংশগ্রহণ করার উদ্দেশ্যে আগামী ২৪ শে জানুয়ারী তিনি কক্সবাজার আসছেন।
মাদ্রাসা সূত্রে জানাগেছে, কক্সবাজার পৌরসভার ০১ নং ওয়ার্ডে অবস্থিত উচ্চপর্যায়ের দ্বীনি মাদ্রাসা কক্সবাজার ইসলামিক রিসার্চ সেন্টারের বিশাল ময়দানে অনুষ্ঠেয়, প্রতি বছরের ন্যায় এবছরও সম্পূর্ণ অরাজনৈতিক ও খাটি দ্বীনি মাহফিল হিসেবে পরিচিত, উক্ত বাৎসরিক মাহফিলে প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ নছিহত করবেন বর্তমান বাংলার সর্বাধিক জনপ্রিয় বক্তা মাওলানা হাফীজুর রহমান সিদ্দীক (কুয়াকাটা হুজুর ) আরো জানাগেছে, প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন ও হিফজ সমাপ্ত কারী ১২ জন ছাত্র কে সুন্নাতী পাগড়ী পরিয়ে দিবেন, ঐতিহ্যবাহী গোপালগঞ্জ গওহর ডাঙ্গা মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদীছ সম্মিলিত কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড বাংলাদেশের সম্মানিত মহাসচিব আল্লামা মুফতি রুহুল আমীন সাহেব, মাদ্রাসার মুহতামিম মাওলানা মুফতি কিফায়তুল্লাহ শফিক (০১৮১৭-০০৯৩৮৩) উক্ত ধর্মীয় মাহফিলে জিকির সাথে অংশগ্রহণ ও আন্তরিক দু’আর জন্য সকলের প্রতি উদাত্ত আহবান জানান।
Comment here