মোস্তাক আহমদ:
“মুজিব বর্ষের অঙ্গীকার, রক্ষা করব ভোটাধিকার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে টেকনাফে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯ টায় উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার পারভেজ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আখতার মিলি, উপজেলা কৃষি অফিসার ডঃ ভবসিন্ধু রায় ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন। উপজেলা একাডেমিক সুপার ভাইজার নুরুল আবছারের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন, সিনিয়র সাংবাদিক মোঃ আশেক উল্লাহ ফারুকী। স্বাগত বক্তব্য পেশ করেন, উপজেলা নির্বাচন অফিসার। উপস্থিত ছিলেন, উপজেলা সরকারি বিভিন্ন দপ্তরের অফিসার, পুলিশ, শিক্ষক, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী বৃন্দ, জনপ্রতিনিধি ও এনজিও প্রতিনিধি। সভাপতি সমাপনী অনুষ্ঠানে বলেন, ভোটাধিকার একজন নাগরিকের মৌলিক অধিকার। মুজিব বর্ষে এ অঙ্গীকার বাস্তবায়ন ও জনসচেতনতা সৃষ্টি করে এর প্রতি উদ্বুদ্ধ করতে হবে। অনুষ্ঠান শেষে ঐতিহাসিক ৭ ই মার্চ এবং ১৭ মার্চ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
৭ ও ১৭মার্চ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত : টেকনাফে জাতীয় ভোটার দিবস পালিত

Comment here