তথ্য-প্রযুক্তি

চাঁদে হাঁটা নভোচারীর মৃত্

টেকনাফ ভিশন ডটকম:অবসরপ্রাপ্ত মার্কিন মহাকাশ বিজ্ঞানী জিন সারনেন ৮২ বছর বয়সে মারা গেছেন। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা ‘নাসা’ এ তথ্য জানিয়েছে। নাসা বলছে, এটা একটা অপূরণীয় ক্ষতি।দ্বিতীয়বার চাঁদে যাওয়া তিনজনের মধ্যে জিন সারনেন একজন। ১৯৭২ সালে চন্দ্র পৃষ্ঠে জিন সারনেন পা রেখেছিলেন। এরপর আর কেউ চাঁদে যাননি। সে সময় তিনি ‘অ্যাপোলো ১৭’ মিশনের কমান্ডার ছিলেন। তিনিই সর্বশেষ চাঁদে নেমেছিলেন।

 

জিন সারনেনের পরিবার সূত্রে জানা গেছে, শারীরিক অসুস্থতার কারণে তিনি মারা গেছেন। পরিবারের তরফ থেকে আর কিছু জানানো হয়নি।‘অ্যাপোলো ১৭’ মিশনের নেতৃত্বে দেবার আগে তিনি দু’বার মহাকাশে গিয়েছিলেন; প্রথমবার ১৯৬৬ সালে এবং ১৯৬৯ সালে। ১৯৭৬ সালে তিনি নভোচারী হিসেবে অবসর গ্রহণ করেন এবং এরপর টেলিভিশনের সাথে সম্পৃক্ত হন। ১৯৩৪ সালের ১৪ মার্চ শিকাগোতে তার জন্ম।

সূত্র: বিবিসি

Comment here