ক্রাইমজাতীয়টেকনাফসারাদেশ

মৌলভীপাড়া বসত বাড়ীর খাটের নিচে ১০ হাজার ইয়াবা: নারীসহ আটক-৩

নিজস্ব সংবাদদাতা,টেকনাফ:
পবিত্র মাহেরমজানে ও থেমে নেই মাদক-চোরাচালান। ফের টেকনাফ সদর ইউনিয়নের মৌলভী পাড়ার বসতবাড়ী হতে ১০ হাজার ইয়াবা সহ ৩ মাদককারাবারীকে আটক করেছে র‌্যাব-১৫।
সূত্রে জানা যায়, টেকনাফ থানাধীন সদর ইউনিয়নের মৌলভীপাড়ার নবী হোসেনের বসতঘরে মাদকদ্রব্য বিক্রয়ের সংবাদের ভিত্তিতে গত ১৭ মার্চ র‌্যাব-১৫, টেকনাফ ক্যাম্পের আভিযানিক দল বর্ণিত উক্ত বসতঘরের সামনে উপস্থিত হলে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে মাদককারবারীরা কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ধাওয়া করে তিনজন মাদক কারবারীকে আটক করে। আটককৃতরা হলেন মৌলভীপাড়ার নবী হোসেন এর পুত্র আয়াজ উদ্দিন(২৫), জয়নাল আবেদীন(২৯) ও মৃত সলিম উল্লাহর স্ত্রী বদুজ্জামান(৩৮) । আটককৃতদের জিজ্ঞাসাবাদে তাদের নাম-ঠিকানা প্রকাশসহ তাদের বসত ঘরে মাদকদ্রব্য ইয়াবা মজুদ আছে বলে স্বীকার করে। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তিদেরদেহ এবং বসতঘর তল্লাশী করে শয়ন কক্ষের খাটের নিচে থাকা একটি শপিং ব্যাগ হতে ১০,০০০ (দশ হাজার) পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতাকৃত মাদক কারবারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।###

Comment here