ক্রাইমটেকনাফ

টেকনাফে চিহ্নিত ইয়াবা ব্যবসায়িরা বেপরোয়া সক্রিয় হয়ে উঠছেঃ টার্গেট শীত কালকেন্দ্রিক পর্যটন মৌসুম

36bc91e3b1a6940755e77f63a8845a30_400x400
ক্রাইম রিপোর্টঃ- টেকনাফের চিহ্নিত ইয়াবা কারবারীরা আসন্ন শীতকাল কেন্দ্রিক পর্যটন মৌসুমকে সামনে রেখে বেপরোয়া গতিতে সক্রিয় হয়ে উঠচ্ছে। বিভিন্ন কৌশলে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ইয়াবার চালান পৌছে দিচ্ছেন জেলা সদরে, তাদের গুরুদের হাতে। অনুসন্ধানে জানা যায় টেকনাফে কিছু ইয়াবা ব্যবসায়ী ও তাদের গংরা শিশু, কিশোর, মহিলা, গাড়ির ড্রাইভার হেলপারকে ব্যবহার করে ধরা ছোঁয়ার ভাইরে থেকে তাদের ইয়াবা বানিজ্য পুনরায় শুরু করছে। জানা যায়, এই সব ইয়াবা ব্যবসায়িদের মধ্যে নাইট্যংপাড়ার কালামিয়ার পুত্র ইদ্রিস, টেকনাফ সদরের বাস টার্মিনাল এলাকার ইউনুছ (সাগু), শহর মুল্লুকের পুত্র ভূলু (৩৫), ছৈয়দ মাস্টারের পুত্র আনোয়ার, ইসলামের পুত্র ইসমাইল, নুরুল আলমের পুত্র এনায়েত (২১), ছিদ্দিক আহমদের পুত্র সওকত, আবদু সালামের পুত্র শাহ আলম, কিরণতলী এলাকার আহমদের পুত্র মিজানুর রহমান, নাইক্যংছড়ি চাকডালা এলাকার শহর আলীর পত্র ফরিদ আহমদ ও সিরাজুল হকের পুত্র পুলিশ পাড়ি ভাংচুর মামলার পালাতক আসামী আনোয়ার (বাবু) সহ বড় ধরণের একটি সিন্ডিকেট এই ব্যবসায় বেপরোয়া গতিতে চালিয়ে গেলেও রয়েছেন ধরা ছোয়ার বাহিরে।
খোজ নিয়ে জানা যায় উল্লেখিত ব্যক্তিগণের বেশীর ভাগ ভাড়ায় চালিত, চার পোকা সি,এন,জি, বাস, মটর সাইকেল চালক ছিল। ইয়াবার ছোয়াতে বর্তমানে এক একজন লাখ-কোটিপতি।
সূত্র বলছে, কিরণতলী এলাকার মিজানুর রহমান ১২০০ টাকার কোস্ট গার্ডের অস্থায়ী চাকরী করলেও ইয়াবার টাকায় বর্তমানে বিলাশ বহুল বাড়ি। আজম পাড়ায় ২বিঘা, নাইট্যং পাড়ায় ১ বিঘা দুটি মিনিবাস, ৩টি মটর সাইকেল, ২টি সি,এন,জি ও বর্তমানে ১২টি টলারের মালিক, মিজান গংরা উক্ত গাড়ি গুলো ব্যবহার করে সুযোগ বুঝে ইয়াবার চালান গুলো কক্সবাজার শহর সহ বিভিন্ন স্থানে পাঠাচ্ছে। এ ক্ষেত্রে ব্যবসা বড় করতে টেকনাফ ছাড়াও সীমান্তবর্তী বান্দরবানে নাইক্ষংছড়ির সিন্ডিকেটের সাথে নিয়ে রমরমা ব্যবসা অব্যাহত রেখেছে।
সূত্র গুলো দাবী করছে ইয়াবা ব্যবসায়ীরা অনেক সময় গ্রেপ্তার হলেও টাকার বিনিময়ে আইনের ফাঁকদিয়ে জামিনে বের হয়ে আবার ব্যবসা চালিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে চিহ্নিত এই সব ইয়াবা ব্যবসায়ীদের বিরোদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে তাদের অবৈধ সম্পদের বিষয়টি খতিয়ে দেখার দাবী সচেতন মহলের।

Comment here