টেকনাফ

টেকনাফে জাতীয় সমাজ সেবা দিবস পালিত

মুহাম্মদ জুবাইর,টেকনাফ:‘সমাজ সেবার উদ্ভাবন-এবার সেবায় ডিজিটাইজেশন’প্রতিপাদ্য নিয়ে র‌্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে টেকনাফে ২জানুয়ারী জাতীয় সমাজ সেবা দিবস পালিত হয়েছে। টেকনাফ উপজেলা সমাজ সেবা কার্যালয় ও উপজেলা প্রশাসন এ দিবসের আয়োজন করেন। সকাল ১০টায় সরকারী কর্মকর্তা-কর্মচারী,স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, নিবন্ধিত এতিমখানা সমুহের কর্মকর্তা,এনজিও প্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গের অংশগ্রহণে বর্ণাঢ্য র‌্যালী টেকনাফ উপজেলা সমাজ সেবা কার্যালয় চত্বর থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে টেকনাফ উপজেলা কৃষি স¤প্রসারণ প্রশিক্ষণ কেন্দ্রে এসে শেষ হয়। এরপর আলোচনা সভা টেকনাফ উপজেলা সমাজ সেবা অফিসার আবুল কালাম আজাদের সভাপতিত্বে হ্নীলা দারুস সুন্নাহ এতিমখানার ছাত্র হাফেজ ইব্রাহীম এর কোরআন তেলাওয়াত ও টেকনাফ উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার (ভারপ্রাপ্ত) শ্রæতি পুর্ণ চাকমার ত্রিপিঠক পাঠের মধ্যদিয়ে আলোচনা সভা শুরু হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ শফিউল আলমের পক্ষে প্রান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার (ভারপ্রাপ্ত) শ্রুতি পুর্ণ চাকমা, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের কনসালট্যান্ট (ফিজিওথেরাপী) ডাঃ মোঃ তানজিদ চৌধুরী। বক্তব্য রাখেন টেকনাফ নিউজ ডট কম’র সম্পাদক ও প্রকাশক সাইফুল ইসলাম সাইফী, দারুস সুন্নাহ এতিম খানার পক্ষে জিয়াউর রহমান জিয়া ও প্রবাসী শাহজাহান। আলোচনা সভার অনুষ্টানে প্রবাসী শাহজাহান সমাজ কল্যাণ ফাউন্ডেশনের আজীবন সদস্য হওয়ার ঘোষণা দেন। উপস্থিত কর্মকর্তাগণ সমাজ সেবা মহান ব্রতী হয়ে বিদেশ ফেরৎ যুবক শাহজাহানের এ ঘোষণাকে আন্তরিকভাবে স্বাগত জানান। অনুষ্টান পরিচালনায় ছিলেন টেকনাফ উপজেলা সমাজ সেবা কার্যালয়ের মোঃ গিয়াস উদ্দিন।এসময় বক্তারা বলেন বর্তমান সরকার এই অধিদপ্তরের মাধ্যমে সমাজের গরীব অসহায়,হত-দরিদ্রদের কে নিয়মতান্ত্রিক ভাবে সেবা দিয়ে যাচ্ছে।বয়স্ক,বিধবা,পঙ্গু,ও প্রতিবন্ধী ভাতা সমাজ সেবা অধিদপ্তরের আওতাভুক্ত। ##

Comment here