টেকনাফ

টেকনাফে দেড় লাখ পিস ইয়াবা উদ্ধার

 সাইফুল ইসলাম,টেকনাফ :

টেকনাফ সীমান্তে বিজিবি জওয়ানরা অভিযান পরিচালনা করে সাড়ে ৪ কোটি টাকা মূেল্যর ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। মঙ্গলবার রাত দশ টার  দিকে বিজিবি ২ ব্যাটালিয়ন অধিনায়ক লে: কর্নেল মো: আবু জার আল জাহিদে বিজিবিএম,পিজিবিএম এর নেতৃেত্ব টেকনাফ নাজির পাড়া বিওপির জওয়ানরা গোপন সংবাদে প্রাপ্ত খবরের  ভিত্তিতে সাবরাং আচার বুনিয়া এলাকার নাফ নদীর মোহনায়  অভিযান পরিচালনা করে।এ সময় বিজিবি জওয়ানরা উক্ত এলাকা দিয়ে কয়েকজন সন্দেহভাজন লোককে একটি পলিথিনে মুড়ানো ব্যাগ নিয়ে আচার বুনিয়া এলাকা দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে তাদের থামতে বললে তারা টহলদলের অবস্হান দেখে হাতে থাকা ব্যাগটি ফেলে অন্ধকারে  দৌড়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে বিজিবি জওয়ানরা উক্ত স্হানে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্হায় একটি পলিথিন মুড়ানো ব্যাগ উদ্ধার করে যেটি থেকে দেড় লাখ পিস ইয়াবার চালানটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবাগুলো বর্তমানে বিজিবি ২ ব্যাটালিয়ন দফতরে রাখা হয়েছে এবং যা পরবর্তীতে উদ্ধতন কর্তৃপক্ষের উপস্হিতিতে ধ্বংস করা হবে বলে বিজিবি  সূত্রে জানা যায়।

Attachments area

Comment here