টেকনাফসারাদেশ

টেকনাফে নিরাপদ সড়ক চাই সংগঠনের র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত

টেকনাফে নিরাপদ সড়ক চাই (নিসচা)সংগঠনের উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে দোষারোপ নয়,দূর্ঘটনার কারণ জানতে হবে সবাইকে নিয়ম মানতে হবে’প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত সমাবেশে বক্তারা বলেন প্রতিদিন কোন কোন স্থানে সড়ক দূর্ঘটনায় অকালে ঝড়ে যাচ্ছে প্রাণ। এসব রোধ করতে হলে সবাইকে জানতে এবং সংশ্লিষ্ট নিয়ম মানতে হবে। পাশাপাশি দক্ষ ও প্রশিক্ষিত ড্রাইভার নিযুক্তের পাশাপাশি যথাযথ আইনের বাস্তবায়নের দাবী জানান।
জানা যায়-২২অক্টোবর সকাল ১১টায় টেকনাফের হোয়াইক্যংয়ে আলহাজ্ব আলী আছিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও বিভিন্ন পেশাজীবিদের নিয়ে এক বিশালর‌্যালী প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজার চত্বরে মিলিত হয়। র‌্যালিত্তোর এক সমাবেশ আব্দুল­াহ আল খালেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন হোয়াইক্যং আলহাজ্ব আলী আছিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মণিশংকর নাথ,খোকন বড়–য়া,নিসচা টেকনাফ শাখার সহসভাপতি ফরিদুল ইসলাম,সাধারণ সম্পাদক ফয়সাল উদ্দিন খোকা,সাংগঠনিক সম্পাদক ফয়েজ আকবর,সহসাধারণ সম্পাদক জিয়াউল হক সিহাম,রাশেদুল আলম,কায়েস মাহমুদ,প্রচার সম্পাদক আব্দুল গফুর,সাংস্কৃতিক সম্পাদক হেলাল উদ্দিন,অর্থ সম্পাদক আতিকুল হাই,ছাত্রনেতা সাবের খান,সাইফুল ইসলাম সাকের,তোফাইল আহমদ,মিসবাহ উল হক প্রমূখ। ####

Comment here