ক্রাইমটেকনাফ

টেকনাফে ২লাখ ২০ হাজার পিচ ইয়াবাসহ আটক: ১

টেকনাফ প্রতিনিধি :
টেকনাফের ২ লাখ ২০ হাজার পিচ ইয়াবাসহ একজনকে আটক করে বিজিবি। ধৃত আসামী হচ্ছে টেকনাফ উপজেলার ডেলপাড়া ক্ষেতের বিল এলাকার মৃত অনন্ত কুমার শিল’র ছেলে রাজু শিল (৪০)।
জানা যায় যে, ইয়াবার একটি চালান টেকনাফ ইউপিস্থ আড়াই নম্বর ভাঙ্গা এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে এমন সংবাদের ভিত্তিতে ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ টেকনাফ বিওপির হাবিলদার মোঃ আশরাফুল আলম এর নেতৃত্বে একটি বিশেষ টহলদল গত ১৬ মে ১০ টার সময় নাফ নদীর কিনারায় কেওড়া বাগানে ওঁৎ পেতে থাকে। আনুমানিক ১১ টার সময় ০৩ (তিন) জন লোক টহলদলের সামনে আসলে সন্দেহ হওয়ায় টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করে। এমতাবস্থায় ইয়াবা পাচারকারীরা তাদের পিঠের সাথে ঝুলানো পলিথিনের প্যাকেট ফেলে দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। টহলদল অক্লান্ত পরিশ্রম করে রাজু শিল নামের এক পাচারকারীকে আটক করতে সক্ষম হলেও অপর দুইজন আসামী পালিয়ে যাওয়ায় আটক করতে পারেনি। ধৃত রাজু শিল টেকনাফ উপজেলার ডেলপাড়া ক্ষেতের বিল এলাকার মৃত অনন্ত কুমার শিল’র ছেলে । পরবর্তীতে টহলদল তাদের ফেলে যাওয়া উক্ত প্যাকেটগুলো খুলে গণনা করে ৬ কোটি ৬০ লক্ষ টাকা মূল্যমানের ২ লক্ষ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। ধৃত আসামী জানান, সে পলাতক আসামীদ্বয়ের যোগসাজসে উক্ত ইয়াবাগুলো বিক্রয়ের উদ্দেশ্যে মিয়ানমার হতে বাংলাদেশে নিয়ে এসেছে। পলাতক আসামীরা হচ্ছে কক্সবাজার কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ এলাকার মোঃ মঞ্জুর আলীর ছেলে মোঃ আজিজ (২৫) ও টেকনাফ উপজেলার নাজিরপাড়া গ্রামের মোঃ গুড়া মিয়ার ছেলে মোঃ ইমাম হোসেন (২৩)।
এ ব্যাপারে জব্দকৃত ইয়াবা ট্যাবলেটসহ টেকনাফ মডেল থানায় সোপর্দ করে তাদের বিরুদ্ধেও টেকনাফ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবি ২ ব্যাটলিয়ানের অতিরিক্ত পরিচালক মেজর আবু রাসেল সিদ্দিকী।

Comment here